ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বিদ্যালয়ের যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বখাটে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান এই সাজা দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম খোন্দকার আমিনুর রহমান ওরফে সোহাগ (২২)। তাঁর বাড়ি ঘিওরের পুখুরিয়া গ্রামে।
উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুল চলাকালে আশপাশে আমিনুরসহ কয়েকজন আড্ডা দেন। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ছাত্রীদের তাঁরা উত্ত্যক্ত করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন আমিনুর। এ সময় ওই ছাত্রীরা এর প্রতিবাদ করলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এরপর আমিনুরকে আটক করে এলাকাবাসী।
খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আটক আমিনুরকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এর পরপরই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান। এরপর বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিচারক ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রায়ই বিদ্যালয় চলাকালে বখাটে ছেলেরা বিদ্যালয়ের আশপাশে আড্ডা দেয়। মেয়েরা স্কুলে আসা-যাওয়ার সময় তারা উত্ত্যক্ত করে। আজ এক বখাটেকে সাজা দেওয়ার ঘটনায় অন্যরা সাবধান হবে। এতে ইভটিজিং বা উত্ত্যক্তের ঘটনা কমে আসবে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও হামিদুর রহমান বলেন, ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেউ উত্ত্যক্ত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকাবাসীদের সতর্ক থাকতে হবে।

বিদ্যালয়ের যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বখাটে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান এই সাজা দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম খোন্দকার আমিনুর রহমান ওরফে সোহাগ (২২)। তাঁর বাড়ি ঘিওরের পুখুরিয়া গ্রামে।
উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুল চলাকালে আশপাশে আমিনুরসহ কয়েকজন আড্ডা দেন। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ছাত্রীদের তাঁরা উত্ত্যক্ত করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন আমিনুর। এ সময় ওই ছাত্রীরা এর প্রতিবাদ করলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এরপর আমিনুরকে আটক করে এলাকাবাসী।
খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আটক আমিনুরকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এর পরপরই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান। এরপর বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিচারক ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রায়ই বিদ্যালয় চলাকালে বখাটে ছেলেরা বিদ্যালয়ের আশপাশে আড্ডা দেয়। মেয়েরা স্কুলে আসা-যাওয়ার সময় তারা উত্ত্যক্ত করে। আজ এক বখাটেকে সাজা দেওয়ার ঘটনায় অন্যরা সাবধান হবে। এতে ইভটিজিং বা উত্ত্যক্তের ঘটনা কমে আসবে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও হামিদুর রহমান বলেন, ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেউ উত্ত্যক্ত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকাবাসীদের সতর্ক থাকতে হবে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৯ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৯ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৬ মিনিট আগে