মাদারীপুর প্রতিনিধি

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে রোজিনার কোলজুড়ে আসে এক ছেলেসন্তান। জন্ম নেওয়ার আগেই ছেলে হারালো বাবাকে। বাবারও দেখা হলো না তিন মেয়ের পরে জন্ম নেওয়া একমাত্র ছেলেসন্তানকে।
নিহত ব্যক্তিরা হলেন মাওলানা বিল্লাল ফকির (৪০), তাঁর বাবা সামাদ ফকির (৬০), মা সাহেদা বেগম (৫০) ও তাঁর ছোটবোন আফসানা আক্তার (২০) এবং অ্যাম্বুলেন্সচালক মাহবুব সরদার। বিল্লালদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে।
নিহত ব্যক্তিদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়েছে। তাঁদের দাফনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। তখন চালক অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। ওই সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে বিল্লালসহ চারজন মারা যান। আহত হন অন্তঃসত্ত্বা গৃহবধূসহ তিনজন।
রোজিনার স্বজনেরা জানান, দুর্ঘটনার পর আহত অন্তঃসত্ত্বা রোজিনাকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সন্ধ্যায় সিজারিয়ানের মাধ্যমে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়।
বিল্লালের ফুফাতো ভাই মাওলানা গোলাম রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন মারা গেছেন। পরিবারের কেউ এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এই ঘটনায় গোল্ডেল লাইন পরিবহনের চালকের ফাঁসি চাই। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, একই সঙ্গে পাঁচজন মারা যাওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। সরকারিভাবে যত ধরনের সহযোগিতা করা যায়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন তাঁদের পাশে থাকবে।

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে রোজিনার কোলজুড়ে আসে এক ছেলেসন্তান। জন্ম নেওয়ার আগেই ছেলে হারালো বাবাকে। বাবারও দেখা হলো না তিন মেয়ের পরে জন্ম নেওয়া একমাত্র ছেলেসন্তানকে।
নিহত ব্যক্তিরা হলেন মাওলানা বিল্লাল ফকির (৪০), তাঁর বাবা সামাদ ফকির (৬০), মা সাহেদা বেগম (৫০) ও তাঁর ছোটবোন আফসানা আক্তার (২০) এবং অ্যাম্বুলেন্সচালক মাহবুব সরদার। বিল্লালদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে।
নিহত ব্যক্তিদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়েছে। তাঁদের দাফনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। তখন চালক অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। ওই সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে বিল্লালসহ চারজন মারা যান। আহত হন অন্তঃসত্ত্বা গৃহবধূসহ তিনজন।
রোজিনার স্বজনেরা জানান, দুর্ঘটনার পর আহত অন্তঃসত্ত্বা রোজিনাকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সন্ধ্যায় সিজারিয়ানের মাধ্যমে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়।
বিল্লালের ফুফাতো ভাই মাওলানা গোলাম রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন মারা গেছেন। পরিবারের কেউ এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এই ঘটনায় গোল্ডেল লাইন পরিবহনের চালকের ফাঁসি চাই। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, একই সঙ্গে পাঁচজন মারা যাওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। সরকারিভাবে যত ধরনের সহযোগিতা করা যায়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন তাঁদের পাশে থাকবে।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে