Ajker Patrika

রাজধানীর লালবাগের অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন অসুস্থ 

ঢামেক প্রতিনিধি
রাজধানীর লালবাগের অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন অসুস্থ 

রাজধানীর লালবাগ কেল্লার পাশে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় একই পরিবারের নারী-শিশুসহ ছয়জন অসুস্থ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আজ সোমবার বেলা দেড়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এতে বাড়িটির তৃতীয় তলায় আটকে পড়া পরিবারের সদস্যরা ধোয়ায় অসুস্থ হয়ে পরে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। 

অসুস্থরা হলেন—প্লাস্টিক কারখানা মালিক জাকির হোসেন (৬৫), তাঁর স্ত্রী তসলিমা হোসেন (৬২), তাদের ছেলে মো. রাফি (৩৯), স্ত্রী তাহসিন কারিম আনিকা (৩০), মেয়ের ঘরের নাতনি জায়না হোসেন আফরিন (১৩) এবং তাদের বাসার গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)। 

অসুস্থদের প্রতিবেশী মো. বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘লালবাগ কেল্লার পেছনে আতশখানা লেন রহমতউল্লাহ স্কুলের পাশে তাদের নিজেদের তিন তলা বাড়ি। তৃতীয় তলাতেই থাকেন তাঁরা (অসুস্থরা)। নিচ তলাতে তাদের প্লাস্টিকের ক্লিপের কারখানা। দুপুরে আগুন লাগার সময় তারা বাসাতেই ছিলেন। আগুন ছড়াতে থাকলে তারা আটকে পড়েন বাসায়। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তাঁরা ছাদে গিয়ে আশ্রয় নেন। তখন প্রতিবেশী এবং কারখানার কর্মচারীরা মই দিয়ে তাদের পাশের ভবনে নেন এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন।’ 

এ বিষয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ভর্তিকৃতরা কেউই দগ্ধ হননি। সবাই প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে অক্সিজেন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়াও যাবতীয় চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত