ঢামেক প্রতিনিধি

রাজধানীর লালবাগ কেল্লার পাশে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় একই পরিবারের নারী-শিশুসহ ছয়জন অসুস্থ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার বেলা দেড়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এতে বাড়িটির তৃতীয় তলায় আটকে পড়া পরিবারের সদস্যরা ধোয়ায় অসুস্থ হয়ে পরে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
অসুস্থরা হলেন—প্লাস্টিক কারখানা মালিক জাকির হোসেন (৬৫), তাঁর স্ত্রী তসলিমা হোসেন (৬২), তাদের ছেলে মো. রাফি (৩৯), স্ত্রী তাহসিন কারিম আনিকা (৩০), মেয়ের ঘরের নাতনি জায়না হোসেন আফরিন (১৩) এবং তাদের বাসার গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)।
অসুস্থদের প্রতিবেশী মো. বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘লালবাগ কেল্লার পেছনে আতশখানা লেন রহমতউল্লাহ স্কুলের পাশে তাদের নিজেদের তিন তলা বাড়ি। তৃতীয় তলাতেই থাকেন তাঁরা (অসুস্থরা)। নিচ তলাতে তাদের প্লাস্টিকের ক্লিপের কারখানা। দুপুরে আগুন লাগার সময় তারা বাসাতেই ছিলেন। আগুন ছড়াতে থাকলে তারা আটকে পড়েন বাসায়। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তাঁরা ছাদে গিয়ে আশ্রয় নেন। তখন প্রতিবেশী এবং কারখানার কর্মচারীরা মই দিয়ে তাদের পাশের ভবনে নেন এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন।’
এ বিষয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ভর্তিকৃতরা কেউই দগ্ধ হননি। সবাই প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে অক্সিজেন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়াও যাবতীয় চিকিৎসা চলছে।

রাজধানীর লালবাগ কেল্লার পাশে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় একই পরিবারের নারী-শিশুসহ ছয়জন অসুস্থ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার বেলা দেড়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এতে বাড়িটির তৃতীয় তলায় আটকে পড়া পরিবারের সদস্যরা ধোয়ায় অসুস্থ হয়ে পরে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
অসুস্থরা হলেন—প্লাস্টিক কারখানা মালিক জাকির হোসেন (৬৫), তাঁর স্ত্রী তসলিমা হোসেন (৬২), তাদের ছেলে মো. রাফি (৩৯), স্ত্রী তাহসিন কারিম আনিকা (৩০), মেয়ের ঘরের নাতনি জায়না হোসেন আফরিন (১৩) এবং তাদের বাসার গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)।
অসুস্থদের প্রতিবেশী মো. বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘লালবাগ কেল্লার পেছনে আতশখানা লেন রহমতউল্লাহ স্কুলের পাশে তাদের নিজেদের তিন তলা বাড়ি। তৃতীয় তলাতেই থাকেন তাঁরা (অসুস্থরা)। নিচ তলাতে তাদের প্লাস্টিকের ক্লিপের কারখানা। দুপুরে আগুন লাগার সময় তারা বাসাতেই ছিলেন। আগুন ছড়াতে থাকলে তারা আটকে পড়েন বাসায়। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তাঁরা ছাদে গিয়ে আশ্রয় নেন। তখন প্রতিবেশী এবং কারখানার কর্মচারীরা মই দিয়ে তাদের পাশের ভবনে নেন এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন।’
এ বিষয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ভর্তিকৃতরা কেউই দগ্ধ হননি। সবাই প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে অক্সিজেন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়াও যাবতীয় চিকিৎসা চলছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে