Ajker Patrika

ডেইলি স্টার ক্ষমা না চাইলে–ক্ষতিপূরণ না দিলে মামলা: তাপসের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২৩, ২২: ১৩
ডেইলি স্টার ক্ষমা না চাইলে–ক্ষতিপূরণ না দিলে মামলা: তাপসের আইনজীবী

গত ১৩ মে ‘দ্য ডেইলি স্টারে’ প্রকাশিত একটি রম্য রচনাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের মানহানি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পত্রিকাটিকে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তাপসের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। 

৮ জুন রম্য রচনাটি সম্পর্কে ব্যাখ্যা ছেপেছে ডেইলি স্টার। তবে তাপসের আইনজীবী মেজবাহুর রহমান আজ শনিবার সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘নিঃশর্ত ক্ষমা না চাওয়ায় এবং ক্ষতিপূরণ না দেওয়ায় ব্যাখ্যা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়।’ 

আইনজীবী জানান, ডিএসসিসি ও মেয়রকে হেয় করে পত্রিকাটি একটি লেখা প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে ৫ জুন কতগুলো প্রতিকার চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়। ৮ জুন নোটিশের একটি জবাব পত্রিকায় প্রকাশ করে। জবাবে লেখাটিকে সমর্থনের চেষ্টা করা হয়েছে এবং দুঃখ প্রকাশ করা হয়েছে। নোটিশে লেখার অনলাইন লিংক ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছিল, পত্রিকা কর্তৃপক্ষ তা করেছেন। কিন্তু নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছিল, পত্রিকাটি তা করেনি। এ ছাড়া সাত দিনের মধ্যে মানহানিকর লেখা প্রকাশের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছিল। সেটাও পত্রিকাটি করেনি। 

আইনজীবী বলেন, মেয়রের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বা পত্রিকায় বিবৃতি দিয়ে পত্রিকা কর্তৃপক্ষ যদি নিঃশর্ত ক্ষমা চায় এবং মেয়রের দাবি অনুযায়ী যদি ক্ষতিপূরণের অর্থ দিয়ে দেয়, তাহলে হয়তো পরবর্তী ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন হবে না। 

অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মেয়রের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে জানিয়ে মেজবাহুর রহমান বলেন, সেই নির্দেশনা অবশ্যই মামলা করার ব্যাপারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত