প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

নিজের জীবিত স্বামীর মৃত্যুসনদ দিয়েছেন মানিকগঞ্জের শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার শারমিন আক্তার। এই ঘটনা প্রকাশ হলে ওই নারী সদস্যের স্বামী সফিকুল ক্ষুব্ধ হয়ে নিজের স্ত্রী, সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই নারী সদস্য শারমিন আক্তারকে গ্রেপ্তার করে।
আজ শনিবার সকালে মেম্বার শারমিন আক্তারকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিবালয় মডেল ইউপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের এ নারী সদস্য উপজেলার নবগ্রাম এলাকার সফিকুল ইসলামের স্ত্রী। মামলার অপর দুই আসামি শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলাল ও ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ খান পলাতক।
মামলা সূত্রে জানান যায়, সফিকুল গত ২৭ সেপ্টেম্বর শিবালয় উপজেলার সমাজ সেবা অফিসে ঋণ তোলার জন্য যান। এ সময় কাগজপত্র দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এই নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রমাণ হিসেবে শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিনের স্বাক্ষরিত মৃত্যুসদন দেখানো হয় সফিকুলকে। বিষয়টি তিনি মেম্বার চেয়ারম্যানকে জানালে তাঁরা উল্টো তাঁকে হত্যার হুমকি দিয়ে লাশ গুমের ভয়ভীতি দেখান।
অভিযোগকারী সফিকুল আজকের পত্রিকাকে বলেন, অনেক দিন থেকেই তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এই কলহের জের ধরেই স্ত্রী এলাকার চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্যের সহায়তায় এমনটা করে থাকতে পারেন বলে জানান তিনি।
শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, ভুক্তভোগী সফিকুল ইসলাম জীবিত আছেন। তাঁর স্ত্রী চেয়ারম্যান, মেম্বারের যোগসাজশে তাঁকে মৃত্যুসনদ দিয়েছেন। বিষয়টি কাউকে জানালে সফিকুলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী অভিযোগে জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় মামলা এজাহারভুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাদীর স্ত্রী শারমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিজের জীবিত স্বামীর মৃত্যুসনদ দিয়েছেন মানিকগঞ্জের শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার শারমিন আক্তার। এই ঘটনা প্রকাশ হলে ওই নারী সদস্যের স্বামী সফিকুল ক্ষুব্ধ হয়ে নিজের স্ত্রী, সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই নারী সদস্য শারমিন আক্তারকে গ্রেপ্তার করে।
আজ শনিবার সকালে মেম্বার শারমিন আক্তারকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিবালয় মডেল ইউপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের এ নারী সদস্য উপজেলার নবগ্রাম এলাকার সফিকুল ইসলামের স্ত্রী। মামলার অপর দুই আসামি শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলাল ও ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ খান পলাতক।
মামলা সূত্রে জানান যায়, সফিকুল গত ২৭ সেপ্টেম্বর শিবালয় উপজেলার সমাজ সেবা অফিসে ঋণ তোলার জন্য যান। এ সময় কাগজপত্র দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এই নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রমাণ হিসেবে শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিনের স্বাক্ষরিত মৃত্যুসদন দেখানো হয় সফিকুলকে। বিষয়টি তিনি মেম্বার চেয়ারম্যানকে জানালে তাঁরা উল্টো তাঁকে হত্যার হুমকি দিয়ে লাশ গুমের ভয়ভীতি দেখান।
অভিযোগকারী সফিকুল আজকের পত্রিকাকে বলেন, অনেক দিন থেকেই তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এই কলহের জের ধরেই স্ত্রী এলাকার চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্যের সহায়তায় এমনটা করে থাকতে পারেন বলে জানান তিনি।
শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, ভুক্তভোগী সফিকুল ইসলাম জীবিত আছেন। তাঁর স্ত্রী চেয়ারম্যান, মেম্বারের যোগসাজশে তাঁকে মৃত্যুসনদ দিয়েছেন। বিষয়টি কাউকে জানালে সফিকুলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী অভিযোগে জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় মামলা এজাহারভুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাদীর স্ত্রী শারমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে