Ajker Patrika

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, চালক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬: ০২
প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, চালক নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত চালকের নাম শাহাজালাল শান্ত (২৫)। এ সময় প্রাইভেট কারের তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 

নিহত শাহাজালাল শান্ত টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শেওরাইন গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে। 

পুলিশ বলছে, কালিহাতী থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার মহাসড়কের ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক শান্ত ঘটনাস্থলেই নিহত হন। পরে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারে থাকা তিন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। আহতরা শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত