সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ নিয়েই মূল জটিলতা। ওই পদ দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। আজ বুধবার দুপুরে সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে হাতাহাতি হয়।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে কয়েক শ আইনজীবী অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় সেখানে থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। একপর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা সম্পাদকের কক্ষের নেমপ্লেট খুলে ফেলেন। হাতাহাতিতে আওয়ামী লীগপন্থী আইনজীবী নজরুল ইসলাম প্রামাণিক আহত হন বলে জানা গেছে।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগপন্থীরা জয়বাংলা স্লোগান দিয়ে হামলা করে। এর পর উভয় পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে, যা দুঃখজনক। তবে স্বঘোষিত সম্পাদক স্বেচ্ছায় বিদায় না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী ফোরামের মমতাজ উদ্দিন ফকির, আবদুন নূর দুলাল ও শহিদুল ইসলামের মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।
এর আগে আওয়ামীপন্থীদের ঘোষিত অজি উল্লাহর নেতৃত্বাধীন নির্বাচন উপকমিটি গত ২৭ এপ্রিল সম্মেলন কক্ষের তালা ভেঙে সম্পাদক পদের ভোট গণনা করতে যায়। তখন উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। সে ঘটনায় কয়েকজন আইনজীবী আহত হন। পরে ওই রাতেই ভোট পুনরায় গণনা শেষে সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবী আবদুন নূর দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ মার্চ। ভোট গণনা শেষে ১৭ মার্চ রাতে ফল ঘোষণা করতে গেলে সম্পাদক পদে ভোট পুনঃগণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ নাকচ করে ফলাফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় আবদুন নূর দুলাল লিখিতভাবে ভোট পুনরায় গণনার আবেদন করেন। সৃষ্ট জটিলতা নিরসনে গত ৬ এপ্রিল সাবেক সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথ বৈঠক করে কার্য নির্বাহী কমিটি। এর পর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে