নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার ও ঘাটারচর থেকে কদমতলী রুটে ৫০টি করে মোট ১০০টি নগর পরিবহনের বাস-সেবা চালু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে এই নগর পরিবহন চালু করা হয়েছে। এ দুই রুটে নগর পরিবহন ছাড়া অন্য কোনো কোম্পানির বাস চলাচল করতে পারবে না। ধাপে ধাপে এই নগর পরিবহনসেবা পুরো রাজধানীতেও চালু করা হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বছিলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এই বাস-সেবার উদ্বোধন করেন।
নগর পরিবহনে ব্যবহার করার জন্য বিআরটিসির পুরোনো বাসগুলোই সাজানো হয়েছে নতুনের মতো করে। ২৬ নম্বর রুট, ঘাটারচর থেকে কদমতলী পাগলা পর্যন্ত চলবে এই বাসগুলো। আর ২২ নম্বর রুট, ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলবে অভি মোটরের নতুন ৫০টি বাস। থাকছে ই-টিকেটিংয়ের ব্যবস্থাও।
নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এই রুটে নগর পরিবহনসেবা চালু হওয়ায় বাসযোগ্য ঢাকা ও উন্নত যোগাযোগব্যবস্থার পথ উন্মোচন হলো বলে মনে করেন দুই সিটি মেয়র। তাঁরা আশাবাদ ব্যক্ত করে জানান, ঢাকাবাসী নগর পরিবহনকে গ্রহণ করেছে। এখন থেকে ঢাকায় সব নতুন বাস চলবে আর কোনো পুরোনো বাস চলবে না। তাঁরা যাত্রীদের প্রতি আহ্বান জানান, নিয়ম মেনে বাসে চলাচল এবং যেখানে-সেখানে বাস থামিয়ে ওঠা বা নামার জন্য কোনো ধরনের আবদার যেন না করা হয়।
পরিবহন ও রাস্তায় শৃঙ্খলা রাখা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। শৃঙ্খলা না থাকলে উন্নয়নে সুফল আসবে না উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রোডস অ্যান্ড হাইওয়েকে বলছি, কোনো জায়গা ধরে রাখার দরকার নাই। এই জায়গাগুলো যদি সিটি করপোরেশন চায় তাদের দিয়ে দিতে হবে। ঢাকা এখনো বাসযোগ্য নয়। দুই মেয়র কাজ করছেন, অবশ্যই ক্লিন সিটি হিসেবে গড়ে উঠবে। জনভোগান্তির আর কোনো প্রজেক্ট হাতে নেবেন না। গাজীপুরে বিআরটি ভোগাচ্ছে, আর কোনো ভোগান্তি চাই না।’
ডিসেম্বরের মধ্যে আরেকটি রুটে নগর পরিবহনসেবা চালু হবে বলে জানানো হয়।

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার ও ঘাটারচর থেকে কদমতলী রুটে ৫০টি করে মোট ১০০টি নগর পরিবহনের বাস-সেবা চালু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে এই নগর পরিবহন চালু করা হয়েছে। এ দুই রুটে নগর পরিবহন ছাড়া অন্য কোনো কোম্পানির বাস চলাচল করতে পারবে না। ধাপে ধাপে এই নগর পরিবহনসেবা পুরো রাজধানীতেও চালু করা হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বছিলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এই বাস-সেবার উদ্বোধন করেন।
নগর পরিবহনে ব্যবহার করার জন্য বিআরটিসির পুরোনো বাসগুলোই সাজানো হয়েছে নতুনের মতো করে। ২৬ নম্বর রুট, ঘাটারচর থেকে কদমতলী পাগলা পর্যন্ত চলবে এই বাসগুলো। আর ২২ নম্বর রুট, ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলবে অভি মোটরের নতুন ৫০টি বাস। থাকছে ই-টিকেটিংয়ের ব্যবস্থাও।
নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এই রুটে নগর পরিবহনসেবা চালু হওয়ায় বাসযোগ্য ঢাকা ও উন্নত যোগাযোগব্যবস্থার পথ উন্মোচন হলো বলে মনে করেন দুই সিটি মেয়র। তাঁরা আশাবাদ ব্যক্ত করে জানান, ঢাকাবাসী নগর পরিবহনকে গ্রহণ করেছে। এখন থেকে ঢাকায় সব নতুন বাস চলবে আর কোনো পুরোনো বাস চলবে না। তাঁরা যাত্রীদের প্রতি আহ্বান জানান, নিয়ম মেনে বাসে চলাচল এবং যেখানে-সেখানে বাস থামিয়ে ওঠা বা নামার জন্য কোনো ধরনের আবদার যেন না করা হয়।
পরিবহন ও রাস্তায় শৃঙ্খলা রাখা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। শৃঙ্খলা না থাকলে উন্নয়নে সুফল আসবে না উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রোডস অ্যান্ড হাইওয়েকে বলছি, কোনো জায়গা ধরে রাখার দরকার নাই। এই জায়গাগুলো যদি সিটি করপোরেশন চায় তাদের দিয়ে দিতে হবে। ঢাকা এখনো বাসযোগ্য নয়। দুই মেয়র কাজ করছেন, অবশ্যই ক্লিন সিটি হিসেবে গড়ে উঠবে। জনভোগান্তির আর কোনো প্রজেক্ট হাতে নেবেন না। গাজীপুরে বিআরটি ভোগাচ্ছে, আর কোনো ভোগান্তি চাই না।’
ডিসেম্বরের মধ্যে আরেকটি রুটে নগর পরিবহনসেবা চালু হবে বলে জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে