উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় আফসানা পাশা (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালক ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
বুধবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আফসানা পাশা রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকার মৃত কর্নেল আব্দুল আজিজ পাশার মেয়ে। আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ‘শ্যামলী এনআর পরিবহনের’ একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসকে ধাক্কা দেয় প্রাইভেটকার এবং প্রাইভেটকারকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে অটোরিকশায় থাকা তিনজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসানা পাশাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আফসানা পাশা নামের একজন যাত্রী নিহত হয়েছেন। অপরদিকে ওই সিএনজি চালক আহত হয়েছেন। চালক কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
ওসি বলেন বলেন, ‘দুর্ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’
ওসি কাজী সাহান হক বলেন, ‘নিহত যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় খিলক্ষেত থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
অপরদিকে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খিলক্ষেত এলাকায় ঢাকাগামী একটি শ্যামলী এনআর পরিবহনের বাস একটি সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পাশের একজন মোটরসাইকেল আরোহী ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।’
তিনি বলেন, ‘বাসটি হঠাৎ করে সজোরে ব্রেক করার কারণে বাসের পেছন দিক থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের কেউ আহত হননি। কিন্তু দুটো গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এডিসি কামরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার কারণে ঢাকামুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আমরা সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যানজট ক্লিয়ার করি।’

রাজধানীর খিলক্ষেতে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় আফসানা পাশা (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালক ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
বুধবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আফসানা পাশা রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকার মৃত কর্নেল আব্দুল আজিজ পাশার মেয়ে। আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ‘শ্যামলী এনআর পরিবহনের’ একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসকে ধাক্কা দেয় প্রাইভেটকার এবং প্রাইভেটকারকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে অটোরিকশায় থাকা তিনজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসানা পাশাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আফসানা পাশা নামের একজন যাত্রী নিহত হয়েছেন। অপরদিকে ওই সিএনজি চালক আহত হয়েছেন। চালক কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
ওসি বলেন বলেন, ‘দুর্ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’
ওসি কাজী সাহান হক বলেন, ‘নিহত যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় খিলক্ষেত থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
অপরদিকে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খিলক্ষেত এলাকায় ঢাকাগামী একটি শ্যামলী এনআর পরিবহনের বাস একটি সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পাশের একজন মোটরসাইকেল আরোহী ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।’
তিনি বলেন, ‘বাসটি হঠাৎ করে সজোরে ব্রেক করার কারণে বাসের পেছন দিক থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের কেউ আহত হননি। কিন্তু দুটো গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এডিসি কামরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার কারণে ঢাকামুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আমরা সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যানজট ক্লিয়ার করি।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৮ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৪ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে