নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটির প্রথম দিন সকালে যে যেভাবে পারছে বাড়ির পথ ধরছে।
আজ শুক্রবার সকালে ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলীর আমিনবাজার ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ি ফেরার জন্য শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। বাসের টিকিট না পেয়ে লোকাল বাস ও পিকআপ-ট্রাকে চড়ে বসছে অনেকে। গাড়ির চাপে সড়কে তৈরি হয়েছে যানজট। গাবতলী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা গাড়ি নিয়ন্ত্রণের পাশাপাশি রাস্তায় দাঁড়ানো মানুষ সরাতে ব্যস্ত।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. শাহিন। তিনি বলেন, ‘গতকাল শেষ অফিস ছিল। আজ ছুটি শুরু হয়েছে। আগে টিকিট কেটে রাখিনি। কাউন্টারে কোনো বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। কোনো বাস বা অন্য কোনো গাড়িতে যাওয়ার চেষ্টা করব।’
দুই শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে সিরাজগঞ্জে যাবেন গাবতলীর দিয়াবাড়ী এলাকার বাসিন্দা আক্তার হোসেন। তিনি বলেন, ‘এমন অবস্থা হবে ভাবিনি। গতকাল রাতে ডিউটি শেষ করে আজ সকালে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। একটা বিআরটিসিতে উঠেছিলাম, একটু পর জানাইল তারা যাবে না। সিরাজগঞ্জে সরাসরি যাওয়ার কোনো গাড়ি পাচ্ছি না। এখন আরিচায় যাওয়ার চেষ্টা করছি। গাড়ি নেই, এভাবে বাচ্চাদের নিয়ে কীভাবে যাব বুঝতে পারছি না।’
গাবতলী পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক (টিআই) কামরুল ইসলাম বলেন, সকাল থেকে মানুষ আর গাড়ি সমানে সামলাতে হচ্ছে। গাড়ি না পেয়ে রাস্তায় মানুষ ভিড় করায় তাদের সরাতে হচ্ছে।
মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করছেন কি না, জানতে চাইলে টিআই কামরুল বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।’

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটির প্রথম দিন সকালে যে যেভাবে পারছে বাড়ির পথ ধরছে।
আজ শুক্রবার সকালে ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলীর আমিনবাজার ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ি ফেরার জন্য শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। বাসের টিকিট না পেয়ে লোকাল বাস ও পিকআপ-ট্রাকে চড়ে বসছে অনেকে। গাড়ির চাপে সড়কে তৈরি হয়েছে যানজট। গাবতলী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা গাড়ি নিয়ন্ত্রণের পাশাপাশি রাস্তায় দাঁড়ানো মানুষ সরাতে ব্যস্ত।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. শাহিন। তিনি বলেন, ‘গতকাল শেষ অফিস ছিল। আজ ছুটি শুরু হয়েছে। আগে টিকিট কেটে রাখিনি। কাউন্টারে কোনো বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। কোনো বাস বা অন্য কোনো গাড়িতে যাওয়ার চেষ্টা করব।’
দুই শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে সিরাজগঞ্জে যাবেন গাবতলীর দিয়াবাড়ী এলাকার বাসিন্দা আক্তার হোসেন। তিনি বলেন, ‘এমন অবস্থা হবে ভাবিনি। গতকাল রাতে ডিউটি শেষ করে আজ সকালে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। একটা বিআরটিসিতে উঠেছিলাম, একটু পর জানাইল তারা যাবে না। সিরাজগঞ্জে সরাসরি যাওয়ার কোনো গাড়ি পাচ্ছি না। এখন আরিচায় যাওয়ার চেষ্টা করছি। গাড়ি নেই, এভাবে বাচ্চাদের নিয়ে কীভাবে যাব বুঝতে পারছি না।’
গাবতলী পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক (টিআই) কামরুল ইসলাম বলেন, সকাল থেকে মানুষ আর গাড়ি সমানে সামলাতে হচ্ছে। গাড়ি না পেয়ে রাস্তায় মানুষ ভিড় করায় তাদের সরাতে হচ্ছে।
মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করছেন কি না, জানতে চাইলে টিআই কামরুল বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে