নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটির প্রথম দিন সকালে যে যেভাবে পারছে বাড়ির পথ ধরছে।
আজ শুক্রবার সকালে ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলীর আমিনবাজার ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ি ফেরার জন্য শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। বাসের টিকিট না পেয়ে লোকাল বাস ও পিকআপ-ট্রাকে চড়ে বসছে অনেকে। গাড়ির চাপে সড়কে তৈরি হয়েছে যানজট। গাবতলী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা গাড়ি নিয়ন্ত্রণের পাশাপাশি রাস্তায় দাঁড়ানো মানুষ সরাতে ব্যস্ত।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. শাহিন। তিনি বলেন, ‘গতকাল শেষ অফিস ছিল। আজ ছুটি শুরু হয়েছে। আগে টিকিট কেটে রাখিনি। কাউন্টারে কোনো বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। কোনো বাস বা অন্য কোনো গাড়িতে যাওয়ার চেষ্টা করব।’
দুই শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে সিরাজগঞ্জে যাবেন গাবতলীর দিয়াবাড়ী এলাকার বাসিন্দা আক্তার হোসেন। তিনি বলেন, ‘এমন অবস্থা হবে ভাবিনি। গতকাল রাতে ডিউটি শেষ করে আজ সকালে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। একটা বিআরটিসিতে উঠেছিলাম, একটু পর জানাইল তারা যাবে না। সিরাজগঞ্জে সরাসরি যাওয়ার কোনো গাড়ি পাচ্ছি না। এখন আরিচায় যাওয়ার চেষ্টা করছি। গাড়ি নেই, এভাবে বাচ্চাদের নিয়ে কীভাবে যাব বুঝতে পারছি না।’
গাবতলী পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক (টিআই) কামরুল ইসলাম বলেন, সকাল থেকে মানুষ আর গাড়ি সমানে সামলাতে হচ্ছে। গাড়ি না পেয়ে রাস্তায় মানুষ ভিড় করায় তাদের সরাতে হচ্ছে।
মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করছেন কি না, জানতে চাইলে টিআই কামরুল বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।’

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটির প্রথম দিন সকালে যে যেভাবে পারছে বাড়ির পথ ধরছে।
আজ শুক্রবার সকালে ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলীর আমিনবাজার ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ি ফেরার জন্য শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। বাসের টিকিট না পেয়ে লোকাল বাস ও পিকআপ-ট্রাকে চড়ে বসছে অনেকে। গাড়ির চাপে সড়কে তৈরি হয়েছে যানজট। গাবতলী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা গাড়ি নিয়ন্ত্রণের পাশাপাশি রাস্তায় দাঁড়ানো মানুষ সরাতে ব্যস্ত।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. শাহিন। তিনি বলেন, ‘গতকাল শেষ অফিস ছিল। আজ ছুটি শুরু হয়েছে। আগে টিকিট কেটে রাখিনি। কাউন্টারে কোনো বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। কোনো বাস বা অন্য কোনো গাড়িতে যাওয়ার চেষ্টা করব।’
দুই শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে সিরাজগঞ্জে যাবেন গাবতলীর দিয়াবাড়ী এলাকার বাসিন্দা আক্তার হোসেন। তিনি বলেন, ‘এমন অবস্থা হবে ভাবিনি। গতকাল রাতে ডিউটি শেষ করে আজ সকালে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। একটা বিআরটিসিতে উঠেছিলাম, একটু পর জানাইল তারা যাবে না। সিরাজগঞ্জে সরাসরি যাওয়ার কোনো গাড়ি পাচ্ছি না। এখন আরিচায় যাওয়ার চেষ্টা করছি। গাড়ি নেই, এভাবে বাচ্চাদের নিয়ে কীভাবে যাব বুঝতে পারছি না।’
গাবতলী পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক (টিআই) কামরুল ইসলাম বলেন, সকাল থেকে মানুষ আর গাড়ি সমানে সামলাতে হচ্ছে। গাড়ি না পেয়ে রাস্তায় মানুষ ভিড় করায় তাদের সরাতে হচ্ছে।
মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করছেন কি না, জানতে চাইলে টিআই কামরুল বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৮ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২৪ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে