নরসিংদীর রায়পুরায় একটি স্থানীয় বাজারের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে পুলিশ বা স্থানীয়রা কিছু জানাতে পারেনি। তবে বাজারে চুরির পথ সুগম করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
আজ সোমবার সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজার থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী।
নিহতের নাম—আব্দুল করিম (৪৫)। তিনি নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। আব্দুল করিম আতশআলী বাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী জানান, প্রতি রাতের মতো বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতে যান আব্দুল করিমসহ দুজন। তাঁরা বাজারের দুই দিকে অবস্থান নিয়ে বাঁশি ফুঁ দিয়ে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে দীর্ঘ সময় ধরে প্রহরী করিমের বাঁশির শব্দ না পেয়ে অপর প্রহরীসহ স্থানীয়রা তাঁর খোঁজ করতে এগিয়ে যায়। এ সময় আব্দুল করিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
পুলিশ কর্মকর্তা অনির্বাণ চৌধুরী আরও জানান, রাত ১টা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ সময় বাজারের কোনো দোকানে চুরির ঘটনা ঘটেনি। বাজারের লোকজনের মাধ্যমে সকাল সাড়ে ৫টার দিকে পুলিশ খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
এর আগেও একাধিকবার বাজারটিতে চোরচক্র হানা দিতে চাইলে নিরাপত্তা প্রহরীদের ধাওয়ায় পালিয়ে যায়। চুরির পথ সুগম করতেই এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতির স্মরণে নির্মিত ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ তোরণটি ভেঙে ফেলা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মাহমুদাবাদ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মীরা এক্সকাভেটর দিয়ে তোরণটি ভেঙে ফেলেন।
২০ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে অপহরণের শিকার গেগেনার ত্রিপুরা (৪৫) নামে এক রিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর একটি ঘর থেকে শিকল বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়।
৪৩ মিনিট আগে
দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগ তুলে নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ ও এক প্রশিক্ষককে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পদত্যাগপত্র লিখে অধ্যক্ষ ও প্রশিক্ষকের স্বাক্ষর নেন তাঁরা। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে