রাজবাড়ীর বালিয়াকান্দিতে আবহাওয়া বিরূপ আচরণ ধারণ করেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল শনিবার থেকে অল্প পরিমাণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আজ রোববার সকাল থেকে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ জনজীবন স্থবির হয়ে উঠেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা। সময়ের সঙ্গে
জানা যায়, গতকাল থেকে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং আজও বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার অসহায় দিনমজুর মানুষজন বিপাকে পড়েছেন। একই সঙ্গে হাটবাজারস্থ ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনে কিছু মানুষ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেটি সারতেও যানবাহনসহ নানা বিড়ম্বনায় পড়ছেন তাঁরা। শুধু তাই নয়, গ্রামীণ কাঁচা রাস্তাগুলোও কাঁদায় পরিণত হয়েছে। এ ছাড়া অবিরাম বর্ষণের কারণে কৃষকেরা শীতকালীন সবজি খেতের ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
ভ্যান চালক মমিন বলেন, গতকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। আজ সকাল থেকে অঝোরে বৃষ্টির কারণে গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারছিলাম না। সকাল গড়িয়ে বিকেল এসেও একই অবস্থা। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যাত্রী পাইনি।
পত্রিকা বিক্রেতা মনোয়ার হোসেন বলেন, ঝড় হোক, বৃষ্টি হোক আমাদের পত্রিকা সকল গ্রাহককেই সকাল সকাল পৌঁছে দিতে হয়। তবে অসময়ে বৃষ্টি আমাদের জীবনে এক অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। গ্রাহকদের পত্রিকা পৌঁছে দিতে এই বৃষ্টি আমাদের খুবই সমস্যা সৃষ্টি করছে।
ইজিবাইক চালক নাজমুল হোসেন বলেন, সারা দিনে দুটি খ্যাপ মেরেছি। তা দিয়ে বাজার খরচ করাই দায় হয়ে পড়বে।
ফ্লেক্সিলোড ব্যবসায়ী তন্ময় বলেন, বাজারে যত মানুষ থাকবে তত আমাদের ফ্লেক্সিলোডের ব্যবসা হবে। গতকাল শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আজ আবার পরিমাণ আরও বেড়েছে। তাই ফ্লেক্সিলোডের জন্য গ্রাহক নেই বললেই চলে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে