নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি রেস্তোরাঁ থেকে বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলছিল। হঠাৎ সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও চিকিৎসকসহ ৩০ জনকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেছে ডিবি।
সোমবার বিকেল ৪টার দিকে জিংজিয়াং চাইনিজ নামের রেস্তোরাঁ থেকে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম থেকে তাদের তুলে নেওয়া হয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা মিন্ট রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের ছেড়ে দেয় ডিবি। কসমো ফার্মাসিউটিক্যালসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অনুষ্ঠানে অংশ নেওয়া চিকিৎসকদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ভুল তথ্যের ভিত্তিতে ওই চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে যায় ডিবি। পরে ভুল বুঝতে পেরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদসহ একাধিক কর্মকর্তাকে ফোনে কল ও এসএমএস করলেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জিংজিয়াং চাইনিজ রেস্টুরেন্টে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম ছিল। সেখানে অনেক বড় বড় চিকিৎসক ও কোম্পানির কর্মকর্তা মিলিয়ে ৩০ জনের বেশি লোক ছিলেন। বিকেল ৪টার দিকে ডিবির একটি দল সেখানে এসে ৩০ জন চিকিৎসক ও কর্মকর্তাকে আটক করে নিয়ে যায়।
ওই কর্মকর্তা বলেন, বিকেলে আটক করে নিয়ে গেলেও রাত সাড়ে ১০টার দিকে সবাইকে ছেড়ে দেওয়া হয়। ভুল তথ্যের ভিত্তিতে তাঁদের নেওয়ার কথা জানিয়ে ডিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
কসমো ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের একজন সাইফুল্লাহ সুজন বলেন, এজিএমে চিকিৎসক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩০ জনের বেশি উপস্থিত ছিলেন। তবে রাতে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর সবাই বাসায় ফিরে গেছেন বলে তিনি জানান।

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি রেস্তোরাঁ থেকে বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলছিল। হঠাৎ সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও চিকিৎসকসহ ৩০ জনকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেছে ডিবি।
সোমবার বিকেল ৪টার দিকে জিংজিয়াং চাইনিজ নামের রেস্তোরাঁ থেকে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম থেকে তাদের তুলে নেওয়া হয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা মিন্ট রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের ছেড়ে দেয় ডিবি। কসমো ফার্মাসিউটিক্যালসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অনুষ্ঠানে অংশ নেওয়া চিকিৎসকদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ভুল তথ্যের ভিত্তিতে ওই চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে যায় ডিবি। পরে ভুল বুঝতে পেরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদসহ একাধিক কর্মকর্তাকে ফোনে কল ও এসএমএস করলেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জিংজিয়াং চাইনিজ রেস্টুরেন্টে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম ছিল। সেখানে অনেক বড় বড় চিকিৎসক ও কোম্পানির কর্মকর্তা মিলিয়ে ৩০ জনের বেশি লোক ছিলেন। বিকেল ৪টার দিকে ডিবির একটি দল সেখানে এসে ৩০ জন চিকিৎসক ও কর্মকর্তাকে আটক করে নিয়ে যায়।
ওই কর্মকর্তা বলেন, বিকেলে আটক করে নিয়ে গেলেও রাত সাড়ে ১০টার দিকে সবাইকে ছেড়ে দেওয়া হয়। ভুল তথ্যের ভিত্তিতে তাঁদের নেওয়ার কথা জানিয়ে ডিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
কসমো ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের একজন সাইফুল্লাহ সুজন বলেন, এজিএমে চিকিৎসক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩০ জনের বেশি উপস্থিত ছিলেন। তবে রাতে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর সবাই বাসায় ফিরে গেছেন বলে তিনি জানান।

রাজধানীর কদমতলী এলাকায় ‘আইনশৃঙ্খলা বাহিনী’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের তিন দিন পর মো. ওয়াসিম আহমেদ মুকছানের (৪০) সন্ধান পেয়েছে পুলিশ। তবে কোনো বাহিনী নয়, বরং মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরাই তাঁকে গোপনে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন বলে দাবি করেছে পুলিশ।
১৬ মিনিট আগে
ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
২২ মিনিট আগে
লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে