নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। টাকা নিয়ে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানটির অফিসের সামনের আজ সোমবার দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
এতে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ।
তিনি বলেন, একদল শিক্ষার্থী গুলশান-২ এলাকায় বিদেশে পড়াশোনাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিদেশে পড়াশোনার জন্য তাঁরা টাকা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আজ বেলা ২টায় সড়ক অবরোধ করেন।
এর ফলে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা ৬টায় তাঁরা সড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা এজেন্সিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। কিছু ক্ষেত্রে জনপ্রতি ১৭ লাখ টাকারও বেশি দিয়েছেন। তাঁদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। কোনো টাকা ফেরতও দেয়নি এবং এর কোনো রসিদও দেয়নি।
ওই এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ডিসি তারেক মাহমুদ জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে সড়কে যান চলাচল করছে।

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। টাকা নিয়ে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানটির অফিসের সামনের আজ সোমবার দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
এতে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ।
তিনি বলেন, একদল শিক্ষার্থী গুলশান-২ এলাকায় বিদেশে পড়াশোনাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিদেশে পড়াশোনার জন্য তাঁরা টাকা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আজ বেলা ২টায় সড়ক অবরোধ করেন।
এর ফলে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা ৬টায় তাঁরা সড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা এজেন্সিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। কিছু ক্ষেত্রে জনপ্রতি ১৭ লাখ টাকারও বেশি দিয়েছেন। তাঁদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। কোনো টাকা ফেরতও দেয়নি এবং এর কোনো রসিদও দেয়নি।
ওই এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ডিসি তারেক মাহমুদ জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে সড়কে যান চলাচল করছে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৭ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে