নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থেকে আজিমপুর রুটে সোমবার থেকে ফের বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এদিন সকাল থেকেই পুরোনো এই রুটে এসব বাস চলাচল করতে শুরু করেছে।
পুনরায় বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ থেকেই পরীক্ষামূলক ভাবে মোহাম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর রুটে আবারও বাস চালু করেছি। প্রথম অবস্থায় চারটি দোতলা নন এসি বাস নামানো হয়েছে। এসব বাসের আসনসংখ্যা আছে ৭৫ টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত টাকা এবং ১৩ টাকা’।
বাসে যাত্রী চাপের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির এই ম্যানেজার বলেন, ‘বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই। আজ বাসে যাত্রী চাপ ছিল না। নতুন করে এই রুটে বাস বাড়ানোর চিন্তা নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই রুটের বাস বাড়ানোর চিন্তা আছে আমাদের’।
মোহাম্মদপুরে জুবায়ের হাসান নামের এক যাত্রী বলেন, এই রুটের বিআরটিসির বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। আবার এই রুটে বাস চালু হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু বাসের সংখ্যা বাড়ানো উচিত। মোহাম্মদপুর থেকে সরাসরি আজিমপুর যাওয়ার জন্য কোন ভালো বাস নেই। নতুন এই বাসগুলো যদি ভালোবাসে পরিচালনা করা যায় তাহলে যাত্রী সাড়া পাওয়া যাবে।
এদিকে আরেক যাত্রী বলেন, যেহেতু এই রুটের দূরত্ব কম। তাই দোতলা বাস না দিয়ে একতলা বাস চালু করলে ভালো চলবে।
রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। করোনার কারণে গত বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় এ সেবা।
এদিকে এ মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। সেখানেও দোতল চারটি বাস দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের জন্য।

রাজধানীর মোহাম্মদপুর থেকে আজিমপুর রুটে সোমবার থেকে ফের বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এদিন সকাল থেকেই পুরোনো এই রুটে এসব বাস চলাচল করতে শুরু করেছে।
পুনরায় বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ থেকেই পরীক্ষামূলক ভাবে মোহাম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর রুটে আবারও বাস চালু করেছি। প্রথম অবস্থায় চারটি দোতলা নন এসি বাস নামানো হয়েছে। এসব বাসের আসনসংখ্যা আছে ৭৫ টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত টাকা এবং ১৩ টাকা’।
বাসে যাত্রী চাপের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির এই ম্যানেজার বলেন, ‘বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই। আজ বাসে যাত্রী চাপ ছিল না। নতুন করে এই রুটে বাস বাড়ানোর চিন্তা নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই রুটের বাস বাড়ানোর চিন্তা আছে আমাদের’।
মোহাম্মদপুরে জুবায়ের হাসান নামের এক যাত্রী বলেন, এই রুটের বিআরটিসির বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। আবার এই রুটে বাস চালু হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু বাসের সংখ্যা বাড়ানো উচিত। মোহাম্মদপুর থেকে সরাসরি আজিমপুর যাওয়ার জন্য কোন ভালো বাস নেই। নতুন এই বাসগুলো যদি ভালোবাসে পরিচালনা করা যায় তাহলে যাত্রী সাড়া পাওয়া যাবে।
এদিকে আরেক যাত্রী বলেন, যেহেতু এই রুটের দূরত্ব কম। তাই দোতলা বাস না দিয়ে একতলা বাস চালু করলে ভালো চলবে।
রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। করোনার কারণে গত বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় এ সেবা।
এদিকে এ মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। সেখানেও দোতল চারটি বাস দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের জন্য।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে