রাজধানীর মোহাম্মদপুর থেকে আজিমপুর রুটে সোমবার থেকে ফের বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এদিন সকাল থেকেই পুরোনো এই রুটে এসব বাস চলাচল করতে শুরু করেছে।
পুনরায় বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ থেকেই পরীক্ষামূলক ভাবে মোহাম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর রুটে আবারও বাস চালু করেছি। প্রথম অবস্থায় চারটি দোতলা নন এসি বাস নামানো হয়েছে। এসব বাসের আসনসংখ্যা আছে ৭৫ টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত টাকা এবং ১৩ টাকা’।
বাসে যাত্রী চাপের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির এই ম্যানেজার বলেন, ‘বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই। আজ বাসে যাত্রী চাপ ছিল না। নতুন করে এই রুটে বাস বাড়ানোর চিন্তা নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই রুটের বাস বাড়ানোর চিন্তা আছে আমাদের’।
মোহাম্মদপুরে জুবায়ের হাসান নামের এক যাত্রী বলেন, এই রুটের বিআরটিসির বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। আবার এই রুটে বাস চালু হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু বাসের সংখ্যা বাড়ানো উচিত। মোহাম্মদপুর থেকে সরাসরি আজিমপুর যাওয়ার জন্য কোন ভালো বাস নেই। নতুন এই বাসগুলো যদি ভালোবাসে পরিচালনা করা যায় তাহলে যাত্রী সাড়া পাওয়া যাবে।
এদিকে আরেক যাত্রী বলেন, যেহেতু এই রুটের দূরত্ব কম। তাই দোতলা বাস না দিয়ে একতলা বাস চালু করলে ভালো চলবে।
রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। করোনার কারণে গত বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় এ সেবা।
এদিকে এ মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। সেখানেও দোতল চারটি বাস দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের জন্য।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে