নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে লোক সংস্কৃতির আদি নিদর্শন গাজির পট ও পালাগান। উন্মুক্ত লাইব্রেরি চত্বরে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভীর হাসান সৈকত। বুধবার রাত ৮টায় গাজির পট পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে গাজির পট পরিবেশন করেন মুন্সিগঞ্জের মঙ্গল আলী ও তাঁর দল। পালাগান পরিবেশন করেন সুফি সাধক আরিফ দেওয়ান ও রোজিনা দেওয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সমবেত সংগীতের মাধ্যমে অংশগ্রহণ করেন এই উৎসবে ৷ সাম্প্রদায়িক ধর্মান্ধতার প্রতিবাদে এই আয়োজনে টিপ উপহার দেওয়া হয় উপস্থিত সবাইকে।
আবহমান বাংলার মানুষকে এক সুতোয় বাঁধতে যে সকল উৎসব রয়েছে চৈত্র সংক্রান্তি তার মধ্যে অন্যতম। বাংলার লোক সংস্কৃতিতে চৈত্রের শেষ দিনে আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তি; যা সময়ের পালাবদলে একটি লোক উৎসবে রূপ নিয়েছে। এই ধারাবাহিকতায় আয়োজিত চৈত্র সংক্রান্তি উৎসব সম্পর্কে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে জানান, সম্প্রতি সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অবস্থায় অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংস্কৃতি আমাদের একমাত্র ভরসার জায়গা। আমরা তাই লোক সংস্কৃতির মানুষকে এই আয়োজনে অংশগ্রহণের আহবান জানিয়েছি। ধর্মান্ধ মৌলবাদী শক্তির প্রধান ভয়ের জায়গা সংস্কৃতি; বিশেষ করে লোক সংস্কৃতি আমাদের আবহমান সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে।
পালাকার ও সুফি সাধক আরিফ দেওয়ান আজকের পত্রিকাকে জানান, ‘বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা বিলুপ্তপ্রায় পালাগান নিয়ে ভাবছে এইটাই আনন্দের বিষয়। আশা রাখি এভাবে সর্বস্তরের মানুষ এগিয়ে আসলে পালাগান একদিন দেশের সীমানা ছাড়িয়ে যাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে লোক সংস্কৃতির আদি নিদর্শন গাজির পট ও পালাগান। উন্মুক্ত লাইব্রেরি চত্বরে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভীর হাসান সৈকত। বুধবার রাত ৮টায় গাজির পট পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে গাজির পট পরিবেশন করেন মুন্সিগঞ্জের মঙ্গল আলী ও তাঁর দল। পালাগান পরিবেশন করেন সুফি সাধক আরিফ দেওয়ান ও রোজিনা দেওয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সমবেত সংগীতের মাধ্যমে অংশগ্রহণ করেন এই উৎসবে ৷ সাম্প্রদায়িক ধর্মান্ধতার প্রতিবাদে এই আয়োজনে টিপ উপহার দেওয়া হয় উপস্থিত সবাইকে।
আবহমান বাংলার মানুষকে এক সুতোয় বাঁধতে যে সকল উৎসব রয়েছে চৈত্র সংক্রান্তি তার মধ্যে অন্যতম। বাংলার লোক সংস্কৃতিতে চৈত্রের শেষ দিনে আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তি; যা সময়ের পালাবদলে একটি লোক উৎসবে রূপ নিয়েছে। এই ধারাবাহিকতায় আয়োজিত চৈত্র সংক্রান্তি উৎসব সম্পর্কে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে জানান, সম্প্রতি সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অবস্থায় অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংস্কৃতি আমাদের একমাত্র ভরসার জায়গা। আমরা তাই লোক সংস্কৃতির মানুষকে এই আয়োজনে অংশগ্রহণের আহবান জানিয়েছি। ধর্মান্ধ মৌলবাদী শক্তির প্রধান ভয়ের জায়গা সংস্কৃতি; বিশেষ করে লোক সংস্কৃতি আমাদের আবহমান সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে।
পালাকার ও সুফি সাধক আরিফ দেওয়ান আজকের পত্রিকাকে জানান, ‘বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা বিলুপ্তপ্রায় পালাগান নিয়ে ভাবছে এইটাই আনন্দের বিষয়। আশা রাখি এভাবে সর্বস্তরের মানুষ এগিয়ে আসলে পালাগান একদিন দেশের সীমানা ছাড়িয়ে যাবে।’

জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১২ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১৪ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
২১ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে