শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক বিএনপির নেতার বাড়িতে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিতে জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে বিএনপির নেতা মাহমুদুল হাসানের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে নেতাকর্মী সমর্থকেরা বাড়িতে উপস্থিত হন।
মাহমুদুল হাসান বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে। তিনি বরমী বাজার উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
বিএনপির একটি সূত্র বলছে, রাজনৈতিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
স্কুলশিক্ষকের ছেলে শিবলী বলেন, ‘এক বাড়িতেই আমরা সবাই থাকি। তার বাবা ও তিনি রাতে বাড়িতে নিজ নিজ রুমে ঘুমিয়েছিলেন। পাশের রুমে ছোট ভাই ঘুমিয়ে ছিল। হঠাৎ মধ্যরাতে রাতে বিকট আওয়াজে আমাদের ঘুম ভাঙে। এ সময় পরপর তিনটি গুলির শব্দ পাই। পরে ঘরের জানালার কাচ ছিদ্র হয়ে আছে দেখে নিশ্চিত হই গুলির বিষয়টি।’
স্কুলশিক্ষকের পুত্রবধূ নুসরাত জাহান রত্না জানান, বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর এসে পড়ে। একটি বুলেট কাচ ছিদ্র করে ঘরের সোফায় ঢুকে পড়ে। ঘরে ছোড়া গুলির খোসা পড়ে ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তার দাবি, বাড়ির পশ্চিম পাশ থেকে গুলি ছোড়া হয়েছিল। এতে দুটি কক্ষের জানালাতে গুলিবিদ্ধ হয়।
বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘শ্রীপুরের কোথাও কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিএনপি সন্ত্রাসী রাজনীতি সমর্থন করে না। কঠিন হাতে সব ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড দমন করা হবে। আশা করি, দ্রুত সময়ে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা আর অপরাধীদের ধরতে পুলিশ বদ্ধপরিকর।
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক বিএনপির নেতার বাড়িতে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিতে জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে বিএনপির নেতা মাহমুদুল হাসানের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে নেতাকর্মী সমর্থকেরা বাড়িতে উপস্থিত হন।
মাহমুদুল হাসান বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে। তিনি বরমী বাজার উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
বিএনপির একটি সূত্র বলছে, রাজনৈতিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
স্কুলশিক্ষকের ছেলে শিবলী বলেন, ‘এক বাড়িতেই আমরা সবাই থাকি। তার বাবা ও তিনি রাতে বাড়িতে নিজ নিজ রুমে ঘুমিয়েছিলেন। পাশের রুমে ছোট ভাই ঘুমিয়ে ছিল। হঠাৎ মধ্যরাতে রাতে বিকট আওয়াজে আমাদের ঘুম ভাঙে। এ সময় পরপর তিনটি গুলির শব্দ পাই। পরে ঘরের জানালার কাচ ছিদ্র হয়ে আছে দেখে নিশ্চিত হই গুলির বিষয়টি।’
স্কুলশিক্ষকের পুত্রবধূ নুসরাত জাহান রত্না জানান, বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর এসে পড়ে। একটি বুলেট কাচ ছিদ্র করে ঘরের সোফায় ঢুকে পড়ে। ঘরে ছোড়া গুলির খোসা পড়ে ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তার দাবি, বাড়ির পশ্চিম পাশ থেকে গুলি ছোড়া হয়েছিল। এতে দুটি কক্ষের জানালাতে গুলিবিদ্ধ হয়।
বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘শ্রীপুরের কোথাও কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিএনপি সন্ত্রাসী রাজনীতি সমর্থন করে না। কঠিন হাতে সব ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড দমন করা হবে। আশা করি, দ্রুত সময়ে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা আর অপরাধীদের ধরতে পুলিশ বদ্ধপরিকর।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে ১০ টাকার চা-পান খাওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতা হুমায়ূন কবীর (২১) খুন হয়েছেন। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতুতে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় সেতুর ২ নম্বর পিলারের পাশে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা সবাই ইমাদ পরিবহনের যাত্রী ছিলেন। বাসটি ঢাকার দিকে যাচ্ছিল।
২ ঘণ্টা আগেগাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীর মর্যাদার দাবিতে রানা মিয়া (২৫) নামে এক নৌ সদস্যের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টা থেকে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের পশ্চিম নয়নপুর গ্রামে ওই নৌ সদস্যের বাড়িতে তিনি অনশন শুরু করেন।
৩ ঘণ্টা আগেবিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলে সমাবেশ ও দোয়া মাহফিলে আবুল কালাম এই হুঁশিয়ারি দেন। মির্জাপুর উপজেলা সদরের এসকে পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানটিতে তিনি প্রধান অতিথি ছিলেন। এর আয়োজন করে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি ও এর সহযোগী...
৪ ঘণ্টা আগে