Ajker Patrika

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ গেল শিশুসন্তানের 

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১০: ০৮
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ গেল শিশুসন্তানের 

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু পর তাঁর ছেলে শিশুটিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহত শিশুর স্কুলশিক্ষক আফরোজা আক্তার।

শিশুটির নাম মো. ফয়সাল আহমেদ (১১)। সে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মৃত মোহাম্মদ মোকলেছুর রহমানের ছেলে। সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করত।

শিশু ফয়সালের স্কুলশিক্ষিকা আফরোজা আক্তার বলেন, ‘দুপুরে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফয়সালের বাবা মারা যান। গুরুতর আহত হয় ফয়সাল। এরপর স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করালে রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।’ 

উল্লেখ্য, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় ইউ টার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক মোকলেছুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত