ঢামেক প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণের ফলে এক শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার রাত সাড়ে ৩টার দিকে শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—কারওয়ান বাজার মৎস্য আড়তের শ্রমিক টোটন (৩৫), তাঁর স্ত্রী নিপা আক্তার (২৪) এবং তাঁদের সাড়ে তিন বছরের শারীরিক প্রতিবন্ধী ছেলে বায়েজিদ।
নিপার মা রেহানা বেগম জানান, চলতি মাসের ১ তারিখেই শুক্রাবাদ বাজার মসজিদের পাশে একটি বাড়ির নিচতলায় ভাড়ায় উঠেছিলেন টোটন-নিপা দম্পতি। টোটন কারওয়ান বাজারে মাছের আড়তে কাজ করেন। আর নিপা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তিন সন্তানের জনক-জননী তাঁরা। তবে বড় দুই ছেলেমেয়ে গ্রামে দাদা-দাদির কাছে থাকে। ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ বাবা-মায়ের সঙ্গে ওই বাসায় থাকে।
রেহানা বেগম জানান, ভোর ৫টার দিকে নিপা নিজেই ফোন দিয়ে তাঁকে জানায়, তাদের বাসায় আগুন লেগেছে। তাঁদের শরীরও পুড়ে গেছে। তাঁদের দ্রুত বাঁচানোর আকুতি জানান নিপা। এর বেশি আর কিছু বলতে পারেননি তখন। পরে ওই বাড়িওয়ালা এবং প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তিনি আরও জানান, বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে এই আগুন লাগতে পারে বলে তাঁদের ধারণা।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নিপার শরীরের ৫০ শতাংশ, টোটনের ৩২ ও বায়েজিদের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণের ফলে এক শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার রাত সাড়ে ৩টার দিকে শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—কারওয়ান বাজার মৎস্য আড়তের শ্রমিক টোটন (৩৫), তাঁর স্ত্রী নিপা আক্তার (২৪) এবং তাঁদের সাড়ে তিন বছরের শারীরিক প্রতিবন্ধী ছেলে বায়েজিদ।
নিপার মা রেহানা বেগম জানান, চলতি মাসের ১ তারিখেই শুক্রাবাদ বাজার মসজিদের পাশে একটি বাড়ির নিচতলায় ভাড়ায় উঠেছিলেন টোটন-নিপা দম্পতি। টোটন কারওয়ান বাজারে মাছের আড়তে কাজ করেন। আর নিপা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তিন সন্তানের জনক-জননী তাঁরা। তবে বড় দুই ছেলেমেয়ে গ্রামে দাদা-দাদির কাছে থাকে। ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ বাবা-মায়ের সঙ্গে ওই বাসায় থাকে।
রেহানা বেগম জানান, ভোর ৫টার দিকে নিপা নিজেই ফোন দিয়ে তাঁকে জানায়, তাদের বাসায় আগুন লেগেছে। তাঁদের শরীরও পুড়ে গেছে। তাঁদের দ্রুত বাঁচানোর আকুতি জানান নিপা। এর বেশি আর কিছু বলতে পারেননি তখন। পরে ওই বাড়িওয়ালা এবং প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তিনি আরও জানান, বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে এই আগুন লাগতে পারে বলে তাঁদের ধারণা।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নিপার শরীরের ৫০ শতাংশ, টোটনের ৩২ ও বায়েজিদের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
৭ মিনিট আগে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় শুটার জিনাত এবং হত্যার পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক অপর একজন তাঁদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাঁকে
৩১ মিনিট আগে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১ ঘণ্টা আগে