সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ের সামনের খেলার মাঠটি পুনরায় দখলে নিয়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠের চারদিকে কাঁটাতারের বেড়া, স্থাপনা ও গাছের চারা উচ্ছেদ করে মাঠটি দখলে নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে বলে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাঠে শতাধিক ছাত্র-ছাত্রী ফুটবল নিয়ে খেলা করছে। কেউ কেউ মাঠ থেকে উচ্ছেদ করা ঘরের মাটি পরিষ্কার করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৫ সাল থেকে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের ৩৬৮ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছিল। স্থানীয় নূরুল ইসলাম ওই জমি নিজের দাবি করে আদালতে মামলা করেন। সম্প্রতি ওই মামলায় হাইকোর্ট নূরুল ইসলামের পক্ষে রায় দেন। গত ২৪ জুলাই আদালত বিদ্যালয়ের মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল বিট কার্যালয় উচ্ছেদ করে নূরুল ইসলামকে জমি বুঝিয়ে দেন। কিন্তু খেলার মাঠ হাতছাড়া হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপাকে পড়ে। তারা মাঠ ফিরে পেতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম নবু বলেন, সোমবার সকালে শিক্ষার্থীরা মাঠ উদ্ধারের দাবিতে মানববন্ধন করতে চাইলে নুরুল ইসলামের লোকজন হামলা চালায়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।
জমির মালিক নুরুল ইসলাম বলেন, ‘মাঠের জমি নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তাঁরা ৮৭ শতাংশ চায়; আমি ৬০ শতাংশ দিতে চেয়েছি। কিন্তু সোমবার স্থানীয় কয়েকজন লোক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নির্মাণ করা আমার দুটি বাড়ি ভেঙে সব মালামাল ট্রাক দিয়ে লুট করে নিয়ে গেছে। এ সময় ওই বাড়িতে বসবাস করা ১২ জন লোক আহত হয়েছেন।’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ের সামনের খেলার মাঠটি পুনরায় দখলে নিয়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠের চারদিকে কাঁটাতারের বেড়া, স্থাপনা ও গাছের চারা উচ্ছেদ করে মাঠটি দখলে নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে বলে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাঠে শতাধিক ছাত্র-ছাত্রী ফুটবল নিয়ে খেলা করছে। কেউ কেউ মাঠ থেকে উচ্ছেদ করা ঘরের মাটি পরিষ্কার করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৫ সাল থেকে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের ৩৬৮ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছিল। স্থানীয় নূরুল ইসলাম ওই জমি নিজের দাবি করে আদালতে মামলা করেন। সম্প্রতি ওই মামলায় হাইকোর্ট নূরুল ইসলামের পক্ষে রায় দেন। গত ২৪ জুলাই আদালত বিদ্যালয়ের মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল বিট কার্যালয় উচ্ছেদ করে নূরুল ইসলামকে জমি বুঝিয়ে দেন। কিন্তু খেলার মাঠ হাতছাড়া হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপাকে পড়ে। তারা মাঠ ফিরে পেতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম নবু বলেন, সোমবার সকালে শিক্ষার্থীরা মাঠ উদ্ধারের দাবিতে মানববন্ধন করতে চাইলে নুরুল ইসলামের লোকজন হামলা চালায়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।
জমির মালিক নুরুল ইসলাম বলেন, ‘মাঠের জমি নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তাঁরা ৮৭ শতাংশ চায়; আমি ৬০ শতাংশ দিতে চেয়েছি। কিন্তু সোমবার স্থানীয় কয়েকজন লোক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নির্মাণ করা আমার দুটি বাড়ি ভেঙে সব মালামাল ট্রাক দিয়ে লুট করে নিয়ে গেছে। এ সময় ওই বাড়িতে বসবাস করা ১২ জন লোক আহত হয়েছেন।’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে