নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট কমছেই না। গত এক সপ্তাহ ধরে রাজধানীতে প্রতিদিনই ২৫০ এর ওপরে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। অপরদিকে ঢাকার বাইরেও প্রতিদিন প্রায় অর্ধশত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। চলতি মাসের ২৪ দিনে রোগী শনাক্ত হয়েছে প্রায় ৬ হাজার। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৬ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ২৭৬ জন। এদের মধ্যে রাজধানীতে ২৪৩ জন এবং বাইরে ৩৩ জন। এদিকে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯১৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৫৮ জন। চলতি বছরের শেষ দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪ জনসহ মোট ৭৩ জন। সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর রাজধানী ও এর আশপাশে ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছে। হাসপাতালগুলো হলো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা হাসপাতাল, মিরপুর লালকুটি হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল।
গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী ও দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ১৪৬ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৫৯ জন এবং বাইরে ভর্তি রয়েছেন ৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রোগী শনাক্ত হয়েছিল ৫২ হাজার ৬৩৬ জন, ২০২০ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ১০৩ জন এবং চলতি বছরে তিন মাসে ৮ হাজার ১১৭ জন।
রাজধানীর দুটি সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে গত রোববার এক সার্ভে রিপোর্টে বলা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মগবাজার, নিউ ইস্কাটন, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, কল্যাণপুর, দারুসসালাম, মিরপুর-১০, কাজীপাড়া, মহাখালী ও নিকেতন।
দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো, গোড়ান, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাবরেটরি, আরকে মিশন রোড, টিকাটুলি, বনশ্রী, মিন্টো রোড, বেইলি রোড, আফতাবনগর, মেরুল বাড্ডা ও বংশাল।

ডেঙ্গুর দাপট কমছেই না। গত এক সপ্তাহ ধরে রাজধানীতে প্রতিদিনই ২৫০ এর ওপরে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। অপরদিকে ঢাকার বাইরেও প্রতিদিন প্রায় অর্ধশত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। চলতি মাসের ২৪ দিনে রোগী শনাক্ত হয়েছে প্রায় ৬ হাজার। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৬ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ২৭৬ জন। এদের মধ্যে রাজধানীতে ২৪৩ জন এবং বাইরে ৩৩ জন। এদিকে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯১৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৫৮ জন। চলতি বছরের শেষ দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪ জনসহ মোট ৭৩ জন। সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর রাজধানী ও এর আশপাশে ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছে। হাসপাতালগুলো হলো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা হাসপাতাল, মিরপুর লালকুটি হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল।
গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী ও দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ১৪৬ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৫৯ জন এবং বাইরে ভর্তি রয়েছেন ৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রোগী শনাক্ত হয়েছিল ৫২ হাজার ৬৩৬ জন, ২০২০ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ১০৩ জন এবং চলতি বছরে তিন মাসে ৮ হাজার ১১৭ জন।
রাজধানীর দুটি সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে গত রোববার এক সার্ভে রিপোর্টে বলা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মগবাজার, নিউ ইস্কাটন, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, কল্যাণপুর, দারুসসালাম, মিরপুর-১০, কাজীপাড়া, মহাখালী ও নিকেতন।
দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো, গোড়ান, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাবরেটরি, আরকে মিশন রোড, টিকাটুলি, বনশ্রী, মিন্টো রোড, বেইলি রোড, আফতাবনগর, মেরুল বাড্ডা ও বংশাল।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আমরা শুনানির জন্য অপেক্ষায় আছি। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে রায় দিলে, তখন একটা ফাইনাল জায়গায় আমরা যেতে পারি।
১৫ মিনিট আগে
নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
৪১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
৪৪ মিনিট আগে