নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরস্থ প্রিপারেটরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার স্নেহা হত্যার ঘটনার আট মাস পেরিয়ে গেলেও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাননি তদন্তকারী কর্মকর্তা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় প্রকৃত খুনিরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করছে না।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে স্নেহার পরিবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে।
স্নেহার মা নাজনীন নাহার বলেন, ‘গত বছরের ৫ জুন সামিয়া আক্তার স্নেহাকে হত্যা করা হয়। হত্যার দশ দিন আগেও এ বিষয়ে জানত তার এক বন্ধু। ঘটনার সময় রায়হান নামে এক যুবকের সহযোগিতায় বন্ধু শায়লা সিকদার আকুতিমিনতি করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। শায়লার অপর বন্ধু তাহসিনদের বাসার ছাদে নিয়ে যায়। এ সময় স্নেহাসহ পাঁচজন সেখানে উপস্থিত ছিল। তারা পরিকল্পিতভাবে স্নেহাকে খুন করেছে।’
এ সময় স্নেহা খুনের সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করে ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও র্যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় রায়হানসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে হত্যা মামলা করেছে স্নেহার পরিবার। শুধু এজাহারনামীয় আসামি রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অথচ হত্যাকাণ্ডের আগে স্নেহার মোবাইল ফোনে এবং মেসেঞ্জারে সন্দেহজনক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
আলোচিত কলেজছাত্রী খুনের মামলাটি ধানমন্ডি থানা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজছাত্রী খুনের ঘটনায় এখনো ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসেনি। প্রতিবেদন পেলেই জড়িতদের গ্রেপ্তার করা হবে।
খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, স্নেহার মায়ের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা তাঁদের ভুল ধারণা। যে কাউকে ইচ্ছে করলেই গ্রেপ্তার করা যায় না। তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করতে হয়।’

রাজধানীর মোহাম্মদপুরস্থ প্রিপারেটরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার স্নেহা হত্যার ঘটনার আট মাস পেরিয়ে গেলেও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাননি তদন্তকারী কর্মকর্তা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় প্রকৃত খুনিরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করছে না।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে স্নেহার পরিবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে।
স্নেহার মা নাজনীন নাহার বলেন, ‘গত বছরের ৫ জুন সামিয়া আক্তার স্নেহাকে হত্যা করা হয়। হত্যার দশ দিন আগেও এ বিষয়ে জানত তার এক বন্ধু। ঘটনার সময় রায়হান নামে এক যুবকের সহযোগিতায় বন্ধু শায়লা সিকদার আকুতিমিনতি করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। শায়লার অপর বন্ধু তাহসিনদের বাসার ছাদে নিয়ে যায়। এ সময় স্নেহাসহ পাঁচজন সেখানে উপস্থিত ছিল। তারা পরিকল্পিতভাবে স্নেহাকে খুন করেছে।’
এ সময় স্নেহা খুনের সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করে ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও র্যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় রায়হানসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে হত্যা মামলা করেছে স্নেহার পরিবার। শুধু এজাহারনামীয় আসামি রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অথচ হত্যাকাণ্ডের আগে স্নেহার মোবাইল ফোনে এবং মেসেঞ্জারে সন্দেহজনক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
আলোচিত কলেজছাত্রী খুনের মামলাটি ধানমন্ডি থানা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজছাত্রী খুনের ঘটনায় এখনো ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসেনি। প্রতিবেদন পেলেই জড়িতদের গ্রেপ্তার করা হবে।
খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, স্নেহার মায়ের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা তাঁদের ভুল ধারণা। যে কাউকে ইচ্ছে করলেই গ্রেপ্তার করা যায় না। তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করতে হয়।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে