উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে শহিদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪) নামের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরবর্তীতে তাঁদের অর্থদণ্ড দেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর এ তথ্য জানিয়েছেন।
গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাঁদের আটক করে বিমানবন্দর এপিবিএন। আটক কালে প্রবাসী যাত্রীর কাছ থেকে লুট করে নেওয়া বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
বিমানবন্দর এপিবিএন জানিয়েছে, গত ১৭ জানুয়ারি কিইআর ৬৪০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন কাতারপ্রবাসী মানিক। সেখানে তাঁর ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ রিয়ালসহ ব্যাগ নিয়ে যায় চোর চক্র। একই কায়দায় গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে বিমানবন্দরে আসার পর আরিফ প্রামাণিক নামে আরেক প্রবাসীর ৪ হাজার ৭৩৫ রিয়াল ও মূল্যবান কাগজপত্রসহ চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় দুজনই এপিবিএনের কাছে পৃথক অভিযোগ দেন।
তাঁরা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে প্রথম ঘটনার সত্যতা না পেলেও দ্বিতীয় ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারপর সন্দেহজনক মাস্ক পরিহিত দুই ব্যক্তিকে শনাক্ত করে গতকাল মঙ্গলবার আটক করা হয়। এপিবিএন অফিসে জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে তাঁরা। তাঁদের কাছ থেকে রিয়ালসহ ছিনিয়ে নেওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। তারপর ভুক্তভোগী প্রবাসী যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়। পরে আটকদের বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করা হয়। আদালতে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
চুরি যাওয়া টাকাসহ ব্যাগ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী আরিফ প্রামাণিক ও মানিক খান।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে শহিদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪) নামের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরবর্তীতে তাঁদের অর্থদণ্ড দেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর এ তথ্য জানিয়েছেন।
গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাঁদের আটক করে বিমানবন্দর এপিবিএন। আটক কালে প্রবাসী যাত্রীর কাছ থেকে লুট করে নেওয়া বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
বিমানবন্দর এপিবিএন জানিয়েছে, গত ১৭ জানুয়ারি কিইআর ৬৪০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন কাতারপ্রবাসী মানিক। সেখানে তাঁর ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ রিয়ালসহ ব্যাগ নিয়ে যায় চোর চক্র। একই কায়দায় গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে বিমানবন্দরে আসার পর আরিফ প্রামাণিক নামে আরেক প্রবাসীর ৪ হাজার ৭৩৫ রিয়াল ও মূল্যবান কাগজপত্রসহ চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় দুজনই এপিবিএনের কাছে পৃথক অভিযোগ দেন।
তাঁরা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে প্রথম ঘটনার সত্যতা না পেলেও দ্বিতীয় ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারপর সন্দেহজনক মাস্ক পরিহিত দুই ব্যক্তিকে শনাক্ত করে গতকাল মঙ্গলবার আটক করা হয়। এপিবিএন অফিসে জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে তাঁরা। তাঁদের কাছ থেকে রিয়ালসহ ছিনিয়ে নেওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। তারপর ভুক্তভোগী প্রবাসী যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়। পরে আটকদের বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করা হয়। আদালতে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
চুরি যাওয়া টাকাসহ ব্যাগ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী আরিফ প্রামাণিক ও মানিক খান।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১৫ মিনিট আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
১ ঘণ্টা আগে