উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে শহিদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪) নামের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরবর্তীতে তাঁদের অর্থদণ্ড দেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর এ তথ্য জানিয়েছেন।
গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাঁদের আটক করে বিমানবন্দর এপিবিএন। আটক কালে প্রবাসী যাত্রীর কাছ থেকে লুট করে নেওয়া বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
বিমানবন্দর এপিবিএন জানিয়েছে, গত ১৭ জানুয়ারি কিইআর ৬৪০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন কাতারপ্রবাসী মানিক। সেখানে তাঁর ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ রিয়ালসহ ব্যাগ নিয়ে যায় চোর চক্র। একই কায়দায় গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে বিমানবন্দরে আসার পর আরিফ প্রামাণিক নামে আরেক প্রবাসীর ৪ হাজার ৭৩৫ রিয়াল ও মূল্যবান কাগজপত্রসহ চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় দুজনই এপিবিএনের কাছে পৃথক অভিযোগ দেন।
তাঁরা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে প্রথম ঘটনার সত্যতা না পেলেও দ্বিতীয় ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারপর সন্দেহজনক মাস্ক পরিহিত দুই ব্যক্তিকে শনাক্ত করে গতকাল মঙ্গলবার আটক করা হয়। এপিবিএন অফিসে জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে তাঁরা। তাঁদের কাছ থেকে রিয়ালসহ ছিনিয়ে নেওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। তারপর ভুক্তভোগী প্রবাসী যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়। পরে আটকদের বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করা হয়। আদালতে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
চুরি যাওয়া টাকাসহ ব্যাগ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী আরিফ প্রামাণিক ও মানিক খান।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে শহিদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪) নামের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরবর্তীতে তাঁদের অর্থদণ্ড দেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর এ তথ্য জানিয়েছেন।
গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাঁদের আটক করে বিমানবন্দর এপিবিএন। আটক কালে প্রবাসী যাত্রীর কাছ থেকে লুট করে নেওয়া বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
বিমানবন্দর এপিবিএন জানিয়েছে, গত ১৭ জানুয়ারি কিইআর ৬৪০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন কাতারপ্রবাসী মানিক। সেখানে তাঁর ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ রিয়ালসহ ব্যাগ নিয়ে যায় চোর চক্র। একই কায়দায় গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে বিমানবন্দরে আসার পর আরিফ প্রামাণিক নামে আরেক প্রবাসীর ৪ হাজার ৭৩৫ রিয়াল ও মূল্যবান কাগজপত্রসহ চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় দুজনই এপিবিএনের কাছে পৃথক অভিযোগ দেন।
তাঁরা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে প্রথম ঘটনার সত্যতা না পেলেও দ্বিতীয় ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারপর সন্দেহজনক মাস্ক পরিহিত দুই ব্যক্তিকে শনাক্ত করে গতকাল মঙ্গলবার আটক করা হয়। এপিবিএন অফিসে জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে তাঁরা। তাঁদের কাছ থেকে রিয়ালসহ ছিনিয়ে নেওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। তারপর ভুক্তভোগী প্রবাসী যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়। পরে আটকদের বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করা হয়। আদালতে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
চুরি যাওয়া টাকাসহ ব্যাগ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী আরিফ প্রামাণিক ও মানিক খান।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করছে।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৮ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২১ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে