ইউপি নির্বাচনে হেরে গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ। তার মামা মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়েছেন। আর সেখানে বিজয়ী হয়েছেন রাব্বানীর ওপর হামলার ঘটনায় জড়িত দাবি করা আরেক স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা।
গতকাল রোববার রাত ১০টার দিকে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাননী খান বেসরকারিভাবে ইশিবপুর ইউপিতে মোশারফ মোল্লাকে বিজয়ী ঘোষণা করেন। মোশারফ মোল্লা ৩ হাজার ২৬২ ভোটে পান আর রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ পান ২ হাজার ৫০৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন প্রার্থী।
জানা যায়, রোববার ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট চলাকালীন ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে। এ খবর শুনে গোলাম রব্বানী সেখানে গেল মোশারফ মোল্লার ছেলে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে গোলাম রব্বানীকে ছুড়ে গিয়ে কোপ দেন। এ সময় রব্বানী ফেরাতে গেলে তাঁর ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা গোলাম রব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে সাংবাদিকদের গোলাম রাব্বানী বলেন, ‘প্রকাশ্যে ভোট নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের বাইরে আমি গেলে মোশারফ মোল্লার নির্দেশে তাঁর ছেলে সোহেল মোল্লা আমার ওপর হামলা চালায়। এতে আমার কয়েকটি আঙুল কেটে গেছে। আমি এ ঘটনার বিচার দাবি করি। আর হার জিত থাকতেই পারে। এ বিষয় কিছু বলতে চাই না।
আর বিজয়ের পর মোশারফ মোল্লা বলেন, ‘গোলাম রাব্বানী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোট কেন্দ্র দখল করতে গিয়েছিল। পরে সেখানের উত্তেজিত জনতা তাদের ধাওয়া গেয়। সেখানে থেকে তারা একটি ঘরে আশ্রয় নিলে আমি ও আমার ছেলে গিয়ে তাঁকে উদ্ধার করি। আর জনগণ যে আমার সাথে আছে, এ বিজয়ই তার প্রমাণ। এত কিছুর পরেও আমার বিজয়কে থামাতে পারেনি। আমি জনগণের সেবক হিসেবে থাকব আজীবন।’
আর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান আহত রাব্বানীকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা ঘটিয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। কোনো কারচুপি বা জালিয়াতির ঘটনা ঘটেনি।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে