নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গায়ে কালো গাউন, মাথায় টুপি। আর মুখে এক চিলতে হাসি নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিল মেয়েটি। নাম জিজ্ঞেস করতেই লাজুক মুখে বলল, ‘আমি পলিইই।’ পাশ থেকে ওর মা শুধরে দিলেন, ‘পলিইই না, বলো পরি।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মা সাদিয়া রহমান স্বর্ণার সঙ্গে এসেছিল ছোট্ট পরি। অনুষ্ঠানে আসা অন্য সবার মতো পোশাক পরা থাকলেও পরি নজর কাড়ছিল আলাদা করে।
পরির মা বলছিলেন, ‘সমাবর্তনে মেয়েরা আসে মা-বাবা অথবা স্বামীর সঙ্গে। আমি এসেছি আমার কন্যার সঙ্গে ৷ কারণ আমরাই আমাদের দুনিয়া। ও আমার সবচেয়ে আপন, আর আমি ওর।’
সাদিয়া রহমান জানান, তিনি সিঙ্গেল মাদার। এমবিএ শেষ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু পরির জন্মের পর চাকরিটা ছেড়ে দেন। তার বছর খানেক পর পরির বাবা তাদের কাছ থেকে আলাদা হয়ে যান। পরির কোনো খোঁজ খবরও নেন না ওর বাবা।
সাদিয়া বলেন, ‘পরির বাবা থেকেও নেই। ওর আছি আমি, আর আমার আছে ও।’
সমাবর্তনে স্নাতকোত্তর ডিগ্রিধারী মায়ের আনন্দ ছুঁয়ে যাচ্ছিল মেয়েকেও। আজকের পত্রিকাকে সাদিয়া বলেন, ‘আজ অনেক দিন পরে মেয়েটাকে এত আনন্দ করতে দেখছি। ওর খুশিতেই আমার খুশি।’
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের নিজ নিজ অর্জিত ডিগ্রি গ্রহণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।

গায়ে কালো গাউন, মাথায় টুপি। আর মুখে এক চিলতে হাসি নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিল মেয়েটি। নাম জিজ্ঞেস করতেই লাজুক মুখে বলল, ‘আমি পলিইই।’ পাশ থেকে ওর মা শুধরে দিলেন, ‘পলিইই না, বলো পরি।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মা সাদিয়া রহমান স্বর্ণার সঙ্গে এসেছিল ছোট্ট পরি। অনুষ্ঠানে আসা অন্য সবার মতো পোশাক পরা থাকলেও পরি নজর কাড়ছিল আলাদা করে।
পরির মা বলছিলেন, ‘সমাবর্তনে মেয়েরা আসে মা-বাবা অথবা স্বামীর সঙ্গে। আমি এসেছি আমার কন্যার সঙ্গে ৷ কারণ আমরাই আমাদের দুনিয়া। ও আমার সবচেয়ে আপন, আর আমি ওর।’
সাদিয়া রহমান জানান, তিনি সিঙ্গেল মাদার। এমবিএ শেষ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু পরির জন্মের পর চাকরিটা ছেড়ে দেন। তার বছর খানেক পর পরির বাবা তাদের কাছ থেকে আলাদা হয়ে যান। পরির কোনো খোঁজ খবরও নেন না ওর বাবা।
সাদিয়া বলেন, ‘পরির বাবা থেকেও নেই। ওর আছি আমি, আর আমার আছে ও।’
সমাবর্তনে স্নাতকোত্তর ডিগ্রিধারী মায়ের আনন্দ ছুঁয়ে যাচ্ছিল মেয়েকেও। আজকের পত্রিকাকে সাদিয়া বলেন, ‘আজ অনেক দিন পরে মেয়েটাকে এত আনন্দ করতে দেখছি। ওর খুশিতেই আমার খুশি।’
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের নিজ নিজ অর্জিত ডিগ্রি গ্রহণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে