Ajker Patrika

‘আমরাই আমাদের দুনিয়া’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আমরাই আমাদের দুনিয়া’

গায়ে কালো গাউন, মাথায় টুপি। আর মুখে এক চিলতে হাসি নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিল মেয়েটি। নাম জিজ্ঞেস করতেই লাজুক মুখে বলল, ‘আমি পলিইই।’ পাশ থেকে ওর মা শুধরে দিলেন, ‘পলিইই না, বলো পরি।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মা সাদিয়া রহমান স্বর্ণার সঙ্গে এসেছিল ছোট্ট পরি। অনুষ্ঠানে আসা অন্য সবার মতো পোশাক পরা থাকলেও পরি নজর কাড়ছিল আলাদা করে। 

পরির মা বলছিলেন, ‘সমাবর্তনে মেয়েরা আসে মা-বাবা অথবা স্বামীর সঙ্গে। আমি এসেছি আমার কন্যার সঙ্গে ৷ কারণ আমরাই আমাদের দুনিয়া। ও আমার সবচেয়ে আপন, আর আমি ওর।’  

সাদিয়া রহমান জানান, তিনি সিঙ্গেল মাদার। এমবিএ শেষ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু পরির জন্মের পর চাকরিটা ছেড়ে দেন। তার বছর খানেক পর পরির বাবা তাদের কাছ থেকে আলাদা হয়ে যান। পরির কোনো খোঁজ খবরও নেন না ওর বাবা। 

সাদিয়া বলেন, ‘পরির বাবা থেকেও নেই। ওর আছি আমি, আর আমার আছে ও।’ 

মায়ের সঙ্গে মেয়ে পরিসমাবর্তনে স্নাতকোত্তর ডিগ্রিধারী মায়ের আনন্দ ছুঁয়ে যাচ্ছিল মেয়েকেও। আজকের পত্রিকাকে সাদিয়া বলেন, ‘আজ অনেক দিন পরে মেয়েটাকে এত আনন্দ করতে দেখছি। ওর খুশিতেই আমার খুশি।’

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের নিজ নিজ অর্জিত ডিগ্রি গ্রহণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত