অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক লাখ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ডিএমপির খিলক্ষেত থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন (২৬)। তাঁর বাড়ি চট্টগ্রামের হালিশহরের মধ্য হালিশহর আনন্দবাজার।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, গত ২৩ জানুয়ারি এ কে এম মঞ্জরুল হক তপুর ব্যবহৃত হোয়াটস অ্যাপ নম্বরে আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্ট টাইম ও ফুল টাইম চাকরির প্রস্তাব দিয়ে একটি বার্তা আসে। চাকরি পাওয়ার আশায় মঞ্জুরুল হক প্রতারকদের কথা মতো তাদের দেওয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠান। এরপর প্রতারকেরা ভুক্তভোগীকে টেলিগ্রাম অ্যাপসের একটি গোপন গ্রুপে যুক্ত করে নেন।
পুলিশ সুপার বলেন, প্রতিদিন বেতন পেতে হলে প্রথমে কিছু টাকা দিতে হবে জানিয়ে প্রতারকেরা ভুক্তভোগীকে আরও টাকা পাঠানোর জন্য বললে, ভুক্তভোগী তাদের দেওয়া সিটি ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক ধাপে দুই লাখ ৮১ হাজার টাকা পাঠান। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতারকেরা ভুক্তভোগীকে তাদের হোয়াটস অ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
এরপর ভুক্তভোগী ডিএমপির ভাষানটেক থানায় একটি লিখিত অভিযোগ করলে এ সংক্রান্তে প্রতারণা মামলা রুজু হয়। এরপরই এটিইউ আসামি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে। প্রতারণার অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেনের। এই অ্যাকাউন্টের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে