Ajker Patrika

আ.লীগ-বিএনপির সমাবেশ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ৪৯
আ.লীগ-বিএনপির সমাবেশ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

রাজধানী ঢাকায় আজ শনিবার আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে দেশজুড়ে। রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে সকাল থেকেই। তবে এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানচলাচল স্বাভাবিক দেখা গেছে। আজ সকালে মহাসড়কের শিমরাইল মোড়, মৌচাক ও সাইনবোর্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কম রয়েছে। তবে যেসব গাড়ি সড়কে চলাচল করছে, তা স্বল্প সময়েই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছে। এদিকে দুই দলের সমাবেশ ঘিরে সড়কে মানুষের উপস্থিতি কম লক্ষ করা গেছে। 

আল মামুন নামের এক পথচারী বলেন,‘ আজ ভেবেছিলাম অফিসে যেতে কষ্ট হয়ে যাবে। কিন্তু দেখলাম সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের তৎপরতাও লক্ষ করার মতো ছিল না।’

সময় পরিবহনের এক চালক বলেন, ‘গাড়ির চাপ কম থাকায় আজ সুবিধা হয়েছে। কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছি। কোনো স্ট্যান্ডে বেশিক্ষণ থামানো লাগছে না, গাড়ি ভরে যাচ্ছে।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। যান ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। কাউকে তাঁদের গন্তব্যস্থলে যেতে কোনো বাধা দেওয়া হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত