নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগেই প্রাইভেট কার-মাইক্রোসহ সব হালকা যানচালকদের চলতি বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালকেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি-কার, অটোটেম্পো, অটোরিকশাচালক-শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি করেন।
মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মোট প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে মাত্র ৪০ লাখ শ্রমিক পোশাকশিল্পে কাজ করেন। কিন্তু পোশাকশিল্প মালিকদের প্রভাবে গৃহীত সরকারের বিভিন্ন নীতি ঘোষণা সব শ্রমজীবী মানুষের অধিকারকে সংকুচিত করছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ‘করোনাকালে পোশাকশিল্পে বেতন কর্তনের দৃষ্টান্ত অন্য মালিকদের মজুরি কেটে নিতে উৎসাহিত করেছে। এবারের ঈদের আগে ১৫ দিনের বেতন দেওয়ার ঘোষণা একইভাবে অন্য মালিকদেরও গার্মেন্টস মালিকদের অপকৌশল অনুসরণে উৎসাহিত করছে। শ্রম মন্ত্রণালয় শুধু পোশাকশিল্পের মন্ত্রণালয় নয়, তাকে দেশের সব শ্রমিকের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’
সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সর্বোচ্চ ঝুঁকি আর অনিশ্চয়তাপূর্ণ পেশায় নিয়োজিত এই শ্রমিকদের মানসিক স্থিতিশিলতা নিরাপদ সড়ক যাত্রার প্রধান শর্ত। তাই পরিবহনশ্রমিকদের বর্তমান খাদ্য নিশ্চয়তার জন্য নিত্যপণ্যের রেশনের ব্যবস্থা, স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি মোকাবিলায় জীবনবিমা এবং বার্ধক্যকালীন নিশ্চয়তার জন্য পেনশন স্কিম চালু করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিলের সক্রিয়তা বৃদ্ধি করতে হবে, শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতায় গাড়িচালকদের লাইসেন্সকে পেশাগত প্রমাণ হিসেবে বিবেচনা করতে হবে।’
ইউনিয়নের সহসভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, মোশাররফ হোসেন দুলাল হাওলাদার, জয়নাল ভূঁইয়া, আব্দুল করিম, গোলাম রহমান, আব্দুল আজিজ, জিলানী মোল্লা প্রমুখ।
মানববন্ধনে চালকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চালক-শ্রমিকদের সুরক্ষায় নিয়োগপত্র প্রদান করতে হবে; ক্ষতিপূরণসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; হালকা যানচালকদের জন্য রাষ্ট্রীয় খরচে জীবনবিমা, রেশনিং ও পেনশন স্কিম চালু করাসহ পেশাদার লাইসেন্সে ডোপ টেস্টের শর্ত বাতিল করে রাষ্ট্রীয় খরচে রেন্ডাম ভিত্তিতে ডোপ টেস্ট চালু করতে হবে।

ঈদের আগেই প্রাইভেট কার-মাইক্রোসহ সব হালকা যানচালকদের চলতি বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালকেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি-কার, অটোটেম্পো, অটোরিকশাচালক-শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি করেন।
মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মোট প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে মাত্র ৪০ লাখ শ্রমিক পোশাকশিল্পে কাজ করেন। কিন্তু পোশাকশিল্প মালিকদের প্রভাবে গৃহীত সরকারের বিভিন্ন নীতি ঘোষণা সব শ্রমজীবী মানুষের অধিকারকে সংকুচিত করছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ‘করোনাকালে পোশাকশিল্পে বেতন কর্তনের দৃষ্টান্ত অন্য মালিকদের মজুরি কেটে নিতে উৎসাহিত করেছে। এবারের ঈদের আগে ১৫ দিনের বেতন দেওয়ার ঘোষণা একইভাবে অন্য মালিকদেরও গার্মেন্টস মালিকদের অপকৌশল অনুসরণে উৎসাহিত করছে। শ্রম মন্ত্রণালয় শুধু পোশাকশিল্পের মন্ত্রণালয় নয়, তাকে দেশের সব শ্রমিকের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’
সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সর্বোচ্চ ঝুঁকি আর অনিশ্চয়তাপূর্ণ পেশায় নিয়োজিত এই শ্রমিকদের মানসিক স্থিতিশিলতা নিরাপদ সড়ক যাত্রার প্রধান শর্ত। তাই পরিবহনশ্রমিকদের বর্তমান খাদ্য নিশ্চয়তার জন্য নিত্যপণ্যের রেশনের ব্যবস্থা, স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি মোকাবিলায় জীবনবিমা এবং বার্ধক্যকালীন নিশ্চয়তার জন্য পেনশন স্কিম চালু করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিলের সক্রিয়তা বৃদ্ধি করতে হবে, শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতায় গাড়িচালকদের লাইসেন্সকে পেশাগত প্রমাণ হিসেবে বিবেচনা করতে হবে।’
ইউনিয়নের সহসভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, মোশাররফ হোসেন দুলাল হাওলাদার, জয়নাল ভূঁইয়া, আব্দুল করিম, গোলাম রহমান, আব্দুল আজিজ, জিলানী মোল্লা প্রমুখ।
মানববন্ধনে চালকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চালক-শ্রমিকদের সুরক্ষায় নিয়োগপত্র প্রদান করতে হবে; ক্ষতিপূরণসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; হালকা যানচালকদের জন্য রাষ্ট্রীয় খরচে জীবনবিমা, রেশনিং ও পেনশন স্কিম চালু করাসহ পেশাদার লাইসেন্সে ডোপ টেস্টের শর্ত বাতিল করে রাষ্ট্রীয় খরচে রেন্ডাম ভিত্তিতে ডোপ টেস্ট চালু করতে হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে