মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ধারালো অস্ত্র হাতে প্রাইভেট গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে তিনটি ধারালো ছেনদা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল সরদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। গ্রেপ্তারদের বাড়ি পটুয়াখালী, মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে।
আজ বিকেলে মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার নিজ কার্যালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মো. রবিউল আলম অসুস্থ প্রতিবেশীকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। ওই রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পৌঁছালে ব্যারিকেড সৃষ্টি করে ৬ জনের ডাকাত দল।
এ সময় ধারালো ছেনদা হাতে গাড়ির গতি রোধ করে ডাকাতির চেষ্টা করে। কিন্তু চালক বুদ্ধি খাটিয়ে দ্রুতবেগে পিছুটান দেয় গাড়ি। এতে চালকের দক্ষতায় সেখান থেকে চলে আসতে সক্ষম হলে ডাকাতদের হাত থেকে রক্ষা পান গাড়িতে থাকা লোকজন।
শামসুল আলম সরকার বলেন, ওই গাড়ির সামনে ক্যামেরা সংযুক্ত থাকায় ডাকাত দলের হানা দেওয়ার পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়। আর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাটি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম ভিডিও ফুটেজ পর্যালোচনাপূর্বক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ধারালো অস্ত্র হাতে প্রাইভেট গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে তিনটি ধারালো ছেনদা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল সরদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। গ্রেপ্তারদের বাড়ি পটুয়াখালী, মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে।
আজ বিকেলে মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার নিজ কার্যালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মো. রবিউল আলম অসুস্থ প্রতিবেশীকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। ওই রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পৌঁছালে ব্যারিকেড সৃষ্টি করে ৬ জনের ডাকাত দল।
এ সময় ধারালো ছেনদা হাতে গাড়ির গতি রোধ করে ডাকাতির চেষ্টা করে। কিন্তু চালক বুদ্ধি খাটিয়ে দ্রুতবেগে পিছুটান দেয় গাড়ি। এতে চালকের দক্ষতায় সেখান থেকে চলে আসতে সক্ষম হলে ডাকাতদের হাত থেকে রক্ষা পান গাড়িতে থাকা লোকজন।
শামসুল আলম সরকার বলেন, ওই গাড়ির সামনে ক্যামেরা সংযুক্ত থাকায় ডাকাত দলের হানা দেওয়ার পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়। আর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাটি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম ভিডিও ফুটেজ পর্যালোচনাপূর্বক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১৯ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৪৩ মিনিট আগে