নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ। বিভিন্ন বিদ্যালয়ের সামনে ভিড় করে নারী অভিভাবকদের কাছ থেকে ছিনতাই করতেন বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. জনি (২৩) ও মো. সাগর (২৪)।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, এরপর সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া জনি ও সাগর ছিনতাইকারী। তবে তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমাণ মহিলা অভিভাবকেরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়।’
এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই তারা টার্গেট করে। আজও (সোমবার) ছিনতাইয়ের উদ্দেশ্যে মনিপুর উচ্চবিদ্যালয়ের সামনে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ। বিভিন্ন বিদ্যালয়ের সামনে ভিড় করে নারী অভিভাবকদের কাছ থেকে ছিনতাই করতেন বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. জনি (২৩) ও মো. সাগর (২৪)।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, এরপর সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া জনি ও সাগর ছিনতাইকারী। তবে তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমাণ মহিলা অভিভাবকেরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়।’
এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই তারা টার্গেট করে। আজও (সোমবার) ছিনতাইয়ের উদ্দেশ্যে মনিপুর উচ্চবিদ্যালয়ের সামনে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৭ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১৯ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২১ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে