নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেইলি রোডে গতকাল বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের একজন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী। সহকর্মীরা জানিয়েছেন, তিনি সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রেস্টুরেন্টে খেতে গিয়ে আগুনে দগ্ধ হলেন তিনি!
এদিকে অভিশ্রুতির পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সহকর্মীদের জানা নামের সঙ্গে তাঁর পরিচয়পত্রে থাকা নাম-পরিচয়ের মিল নেই। এরই মধ্যে একাধিক ব্যক্তি তাঁর অভিভাবক দাবি করেছেন। এই জটিলতার কারণে লাশ এখনো হস্তান্তর হয়নি।
অভিশ্রুতির মরদেহ শনাক্ত করেন তাঁর সাবেক সহকর্মী সাংবাদিক গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ শেখ হাসিনা বার্ন ইউনিটের মর্গে রয়েছে। আমরা সকালে জেনেছি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। পরে বার্ন ইনস্টিটিউটের মর্গে তাঁকে খুঁজে পাই।’
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, অভিশ্রুতি রাজধানীর মৌচাক এলাকায় বসবাস করতেন। শেষ কর্মস্থল দ্য রিপোর্ট ডট লাইভে থাকাকালীন নির্বাচন কমিশন বিটের দায়িত্বে ছিলেন। গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামে। সরকারি ইডেন মহিলা কলেজের দর্শন বিষয়ের শিক্ষার্থী ছিলেন অভিশ্রুতি।
খোঁজ নিয়ে জানা গেছে, এই নারী সংবাদকর্মী অভিশ্রুতি শাস্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিলেও তাঁর জাতীয় পরিচয়পত্র ও ইডেন কলেজের পরিচয়পত্রে নাম উল্লেখ রয়েছে বৃষ্টি খাতুন। বাবার নাম সবুজ শেখ ও মায়ের নাম বিউটি বেগম। এ নিয়ে জটিলতা শুরু হওয়ায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত (আজ শুক্রবার রাত ৮টা) তাঁর লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
অভিশ্রুতির বাবার সঙ্গে কথা বলতে ফোন কল দেওয়া হলে রিসিভ করেন তাঁর চাচাতো ভাই পরিচয় দেওয়া বাপ্পী নামের একজন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টি আমাদের পরিবারেরই। আমার আপন চাচাতো বোন। আমরা লাশ নিতে আসলে মিডিয়ার মানুষজন প্রশ্ন তুলছে, সে ফেসবুকে আর সব জায়গায় নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিয়েছে। তাহলে আমরা কেন লাশ নিতে আসছি? এসবের জন্য এখনো লাশ নিতে পারছি না।’ এভাবে ভিন্ন পরিচয় বহন করার কোনো কারণও তিনি বলতে পারছেন না।
অভিশ্রুতির মৃত্যুর খবরে লাশ হস্তান্তরে বাধা দিয়েছেন রমনা কালীমন্দিরের সভাপতি উৎপল সাহা। তিনি বলেন, ‘অভিশ্রুতির সঙ্গে আমার আট মাসের পরিচয়। এখানে সাংবাদিকতা করতেন। হিন্দুধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানের খবর সংগ্রহও করতেন। তিনি আমাদের এই মন্দিরে পূজা দিতেন। মোটামুটি হিন্দুদের যেসব রিচ্যুয়াল আছে, সবই পালন করতেন।’
উৎপল সাহার বক্তব্য অনুযায়ী, অভিশ্রুতি তাঁকে জানিয়েছেন, তাঁর মূল বাড়ি ভারতের বেনারস। এক ব্রাহ্মণ পরিবারে জন্ম এবং তাঁর মা-বাবা একটি মন্দিরের সেবক হিসেবে কাজ করতেন। ঘটনাক্রমে কুষ্টিয়ায় এই পরিবারের সঙ্গে বেড়ে ওঠা তাঁর। মুসলিম পরিবারে বেড়ে উঠলেও তিনি হিন্দুধর্মে বিশ্বাস করেন।
তবে যথাযথ প্রমাণ দিতে পারলে কুষ্টিয়ার যাঁরা অভিভাবক হিসেবে দাবি করছেন, তাঁদের কাছে লাশ হস্তান্তরে তাঁর আপত্তি থাকবে না।
অভিশ্রুতির সঙ্গে প্রায়ই যোগাযোগ হতো আজকের পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের প্রতিবেদক তুহিন কান্তি দাসের। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক দিন আগেই অভিশ্রুতির সঙ্গে কথা হয়। তিনি বেশ হাস্যোজ্জ্বল থাকলেও ভেতরে একধরনের কষ্ট নিয়ে বেড়াতেন। বইমেলায় সবশেষ দেখা হয়েছিল। পরিবারের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যেতেন। তবে মৃত্যুর কয়েক দিন আগে জানতে পারেন তাঁর স্তন ক্যানসার হয়েছে!

বেইলি রোডে গতকাল বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের একজন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী। সহকর্মীরা জানিয়েছেন, তিনি সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রেস্টুরেন্টে খেতে গিয়ে আগুনে দগ্ধ হলেন তিনি!
এদিকে অভিশ্রুতির পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সহকর্মীদের জানা নামের সঙ্গে তাঁর পরিচয়পত্রে থাকা নাম-পরিচয়ের মিল নেই। এরই মধ্যে একাধিক ব্যক্তি তাঁর অভিভাবক দাবি করেছেন। এই জটিলতার কারণে লাশ এখনো হস্তান্তর হয়নি।
অভিশ্রুতির মরদেহ শনাক্ত করেন তাঁর সাবেক সহকর্মী সাংবাদিক গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ শেখ হাসিনা বার্ন ইউনিটের মর্গে রয়েছে। আমরা সকালে জেনেছি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। পরে বার্ন ইনস্টিটিউটের মর্গে তাঁকে খুঁজে পাই।’
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, অভিশ্রুতি রাজধানীর মৌচাক এলাকায় বসবাস করতেন। শেষ কর্মস্থল দ্য রিপোর্ট ডট লাইভে থাকাকালীন নির্বাচন কমিশন বিটের দায়িত্বে ছিলেন। গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামে। সরকারি ইডেন মহিলা কলেজের দর্শন বিষয়ের শিক্ষার্থী ছিলেন অভিশ্রুতি।
খোঁজ নিয়ে জানা গেছে, এই নারী সংবাদকর্মী অভিশ্রুতি শাস্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিলেও তাঁর জাতীয় পরিচয়পত্র ও ইডেন কলেজের পরিচয়পত্রে নাম উল্লেখ রয়েছে বৃষ্টি খাতুন। বাবার নাম সবুজ শেখ ও মায়ের নাম বিউটি বেগম। এ নিয়ে জটিলতা শুরু হওয়ায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত (আজ শুক্রবার রাত ৮টা) তাঁর লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
অভিশ্রুতির বাবার সঙ্গে কথা বলতে ফোন কল দেওয়া হলে রিসিভ করেন তাঁর চাচাতো ভাই পরিচয় দেওয়া বাপ্পী নামের একজন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টি আমাদের পরিবারেরই। আমার আপন চাচাতো বোন। আমরা লাশ নিতে আসলে মিডিয়ার মানুষজন প্রশ্ন তুলছে, সে ফেসবুকে আর সব জায়গায় নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিয়েছে। তাহলে আমরা কেন লাশ নিতে আসছি? এসবের জন্য এখনো লাশ নিতে পারছি না।’ এভাবে ভিন্ন পরিচয় বহন করার কোনো কারণও তিনি বলতে পারছেন না।
অভিশ্রুতির মৃত্যুর খবরে লাশ হস্তান্তরে বাধা দিয়েছেন রমনা কালীমন্দিরের সভাপতি উৎপল সাহা। তিনি বলেন, ‘অভিশ্রুতির সঙ্গে আমার আট মাসের পরিচয়। এখানে সাংবাদিকতা করতেন। হিন্দুধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানের খবর সংগ্রহও করতেন। তিনি আমাদের এই মন্দিরে পূজা দিতেন। মোটামুটি হিন্দুদের যেসব রিচ্যুয়াল আছে, সবই পালন করতেন।’
উৎপল সাহার বক্তব্য অনুযায়ী, অভিশ্রুতি তাঁকে জানিয়েছেন, তাঁর মূল বাড়ি ভারতের বেনারস। এক ব্রাহ্মণ পরিবারে জন্ম এবং তাঁর মা-বাবা একটি মন্দিরের সেবক হিসেবে কাজ করতেন। ঘটনাক্রমে কুষ্টিয়ায় এই পরিবারের সঙ্গে বেড়ে ওঠা তাঁর। মুসলিম পরিবারে বেড়ে উঠলেও তিনি হিন্দুধর্মে বিশ্বাস করেন।
তবে যথাযথ প্রমাণ দিতে পারলে কুষ্টিয়ার যাঁরা অভিভাবক হিসেবে দাবি করছেন, তাঁদের কাছে লাশ হস্তান্তরে তাঁর আপত্তি থাকবে না।
অভিশ্রুতির সঙ্গে প্রায়ই যোগাযোগ হতো আজকের পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের প্রতিবেদক তুহিন কান্তি দাসের। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক দিন আগেই অভিশ্রুতির সঙ্গে কথা হয়। তিনি বেশ হাস্যোজ্জ্বল থাকলেও ভেতরে একধরনের কষ্ট নিয়ে বেড়াতেন। বইমেলায় সবশেষ দেখা হয়েছিল। পরিবারের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যেতেন। তবে মৃত্যুর কয়েক দিন আগে জানতে পারেন তাঁর স্তন ক্যানসার হয়েছে!

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৮ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে