নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে মানুষ। তবে এখনো যারা ঈদকে কেন্দ্র করে ঢাকার বাইরে যাননি তাদের অনেকেই আজ আবার শহর ছাড়ছেন।
বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বলছে, ঈদের আগে ঢাকা ছেড়েছেন প্রায় দেড় কোটি মানুষ। আজ রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হচ্ছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। যদিও বিভিন্নভাবে এই ছুটির দৈর্ঘ্য আরও বেশি। তবে যেকোনো বিবেচনায়ই আনুষ্ঠানিক ছুটির শেষ আজ। আর তাই শুরু হয়েছে ঢাকায় ফিরে আসার স্রোত। সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরবেন এসব মানুষ।
রোববার সকালেও রাজধানী ঢাকার বেশির ভাগ অংশই ফাঁকা দেখা গেছে। নববর্ষের উৎসবকেন্দ্রিক জায়গাগুলো ছাড়া ঢাকার এখনো রিকশা, সিএনজি ও লোকাল বাসের দখলে। যদিও মানুষের আনাগোনা খুবই কম। টানা কয়েক দিনের তীব্র গরমের কারণে ফলে অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে।
তবে কমলাপুর স্টেশনে দেখা গেছে মানুষের ভিড়। অধিকাংশরাই বাড়ি থেকে ফিরছেন ঢাকায়। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলাপুর স্টেশনে সারা দেশ থেকে ৭টি ট্রেন এসেছে। সবগুলো ট্রেনই যাত্রী ভর্তি ছিল।
উত্তরবঙ্গের ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস সকাল ৮টায় কমলাপুর পৌঁছায়। এই ট্রেনের যাত্রী সাদিক খান ৯ দিন পর ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, ‘অনেক বছর পর লম্বা ছুটি কাটিয়েছি। তাই কালই (সোমবার) অফিস করতে হবে। এ জন্য চলে এসেছি।’
এখনো অনেকে ঢাকা ছাড়ছেন। বিশেষ করে অনেকে অন্য স্থান থেকে বাসে ঢাকায় এসে ট্রেনে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। ঈদযাত্রায় পরিবহন ব্যবসায়ীদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছিল। একইভাবে ফিরতি যাত্রায়ও বাড়তি ভাড়া আদায়ের কথা বলেছেন কেউ কেউ। রাজধানীর সায়েদাবাদ, গুলিস্থান ও বিভিন্ন কাউন্টারে ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ ভোর থেকেই রাজধানীতে আসা শুরু করেছেন।
ঈদের ছুটি শেষ করে মাগুরা থেকে গতকাল রোববার রাতে ঢাকা ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বেলায়েত শেখ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটি এখনো একদিন বাকি। তবে এরপর আর টিকিট পাব না, এখনই যে ভিড়। তাই আগেভাগেই চলে এসেছি।’
বেলায়েত অভিযোগ করেন, ‘যাওয়ার মতো ঢাকায় ফিরে আসার ভাড়াও বেশি। প্রায় ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া বেশি নিচ্ছে সব পরিবহন। এ ছাড়া আজ থেকে ঢাকা ফেরার চাপ বাড়বে। তখন যানজট ও ভোগান্তি হবে। তাই সবকিছু চিন্তা করে একদিন আগে চলে এলাম।’

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে মানুষ। তবে এখনো যারা ঈদকে কেন্দ্র করে ঢাকার বাইরে যাননি তাদের অনেকেই আজ আবার শহর ছাড়ছেন।
বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বলছে, ঈদের আগে ঢাকা ছেড়েছেন প্রায় দেড় কোটি মানুষ। আজ রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হচ্ছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। যদিও বিভিন্নভাবে এই ছুটির দৈর্ঘ্য আরও বেশি। তবে যেকোনো বিবেচনায়ই আনুষ্ঠানিক ছুটির শেষ আজ। আর তাই শুরু হয়েছে ঢাকায় ফিরে আসার স্রোত। সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরবেন এসব মানুষ।
রোববার সকালেও রাজধানী ঢাকার বেশির ভাগ অংশই ফাঁকা দেখা গেছে। নববর্ষের উৎসবকেন্দ্রিক জায়গাগুলো ছাড়া ঢাকার এখনো রিকশা, সিএনজি ও লোকাল বাসের দখলে। যদিও মানুষের আনাগোনা খুবই কম। টানা কয়েক দিনের তীব্র গরমের কারণে ফলে অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে।
তবে কমলাপুর স্টেশনে দেখা গেছে মানুষের ভিড়। অধিকাংশরাই বাড়ি থেকে ফিরছেন ঢাকায়। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলাপুর স্টেশনে সারা দেশ থেকে ৭টি ট্রেন এসেছে। সবগুলো ট্রেনই যাত্রী ভর্তি ছিল।
উত্তরবঙ্গের ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস সকাল ৮টায় কমলাপুর পৌঁছায়। এই ট্রেনের যাত্রী সাদিক খান ৯ দিন পর ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, ‘অনেক বছর পর লম্বা ছুটি কাটিয়েছি। তাই কালই (সোমবার) অফিস করতে হবে। এ জন্য চলে এসেছি।’
এখনো অনেকে ঢাকা ছাড়ছেন। বিশেষ করে অনেকে অন্য স্থান থেকে বাসে ঢাকায় এসে ট্রেনে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। ঈদযাত্রায় পরিবহন ব্যবসায়ীদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছিল। একইভাবে ফিরতি যাত্রায়ও বাড়তি ভাড়া আদায়ের কথা বলেছেন কেউ কেউ। রাজধানীর সায়েদাবাদ, গুলিস্থান ও বিভিন্ন কাউন্টারে ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ ভোর থেকেই রাজধানীতে আসা শুরু করেছেন।
ঈদের ছুটি শেষ করে মাগুরা থেকে গতকাল রোববার রাতে ঢাকা ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বেলায়েত শেখ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটি এখনো একদিন বাকি। তবে এরপর আর টিকিট পাব না, এখনই যে ভিড়। তাই আগেভাগেই চলে এসেছি।’
বেলায়েত অভিযোগ করেন, ‘যাওয়ার মতো ঢাকায় ফিরে আসার ভাড়াও বেশি। প্রায় ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া বেশি নিচ্ছে সব পরিবহন। এ ছাড়া আজ থেকে ঢাকা ফেরার চাপ বাড়বে। তখন যানজট ও ভোগান্তি হবে। তাই সবকিছু চিন্তা করে একদিন আগে চলে এলাম।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে