Ajker Patrika

ডিএসসিসিতে কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি ‘মাননীয় মেয়র’ ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএসসিসিতে কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি ‘মাননীয় মেয়র’ ইশরাক হোসেন
নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত মত বিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও নানা জটিলতায় বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ আটকে রয়েছে। তাঁকে শপথ পরানোর দাবিতে তাঁর সমর্থকেরা নগর ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এর মধ্যে আজ সোমবার ইশরাককে মেয়র হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।

আজ নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি ছিলেন ইশরাক হোসেন। অনুষ্ঠানের ব্যানারে তাঁর নামের নিচে লেখা ‘মাননীয় মেয়র’।

এদিন সকালে নগর ভবনে গিয়ে দেখা যায়, নগর ভবনের প্রধান ফটক বন্ধ। ভেতরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে কয়েক ভাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতা-কর্মীরা।

অডিটোরিয়ামে মতবিনিময় সভার একপর্যায়ে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ইশরাক হোসেনকে ‘মেয়র’ হিসেবে সম্বোধন করে তাঁর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।

‎সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘আজকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নগরভবনে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি।’

‘শুধু নগর ভবনের এই অনুষ্ঠানে নয়, যেকোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তাঁরা ব্যানারে আমার নামের পাশে মেয়র লিখতে পারেন। এটা আমার দাবি নয়, জনগণের দাবি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে যা প্রতিষ্ঠা পেয়েছে।’ যোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ‎

‎তিনি বলেন, ‘আজকে যারা এটা নিয়ে কথা তোলার চেষ্টা করছে, তাদের বলব, তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ হয়ে যাতে কথা বলে। কারণ নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে, তাতে স্পষ্টভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার নামই ঘোষণা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত