নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে এডিস মশা নিধনে ভ্রাম্যমাণ আদালতের ১১ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ বুধবার মহানগরীর পাঁচ অঞ্চলে পৃথক এ অভিযানে পরিচালনা করা হয়। এ সময় মোট ২০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১১টি বাড়ি–নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়।
এক নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালত ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে দুটি বাড়ি–স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। স্কাই টাচ নামক নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে ২০ হাজার টাকা এবং আরেকটি বাড়ির মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ কদমতলী ও সবুজবাগ এলাকার ৫৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে কোথাও লার্ভার উপস্থিতি পায়নি।
তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিনের আদালত লালবাগ এলাকায় ৪৮টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত নর্থসাউথ রোড ও বংশাল এলাকার ১৫টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। মশার লার্ভা পাওয়ায় দুইটি স্থাপনাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ওয়াবদা কলোনি ও মুরাদপুর এলাকার ৫৬টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রাজধানীতে এডিস মশা নিধনে ভ্রাম্যমাণ আদালতের ১১ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ বুধবার মহানগরীর পাঁচ অঞ্চলে পৃথক এ অভিযানে পরিচালনা করা হয়। এ সময় মোট ২০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১১টি বাড়ি–নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়।
এক নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালত ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে দুটি বাড়ি–স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। স্কাই টাচ নামক নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে ২০ হাজার টাকা এবং আরেকটি বাড়ির মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ কদমতলী ও সবুজবাগ এলাকার ৫৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে কোথাও লার্ভার উপস্থিতি পায়নি।
তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিনের আদালত লালবাগ এলাকায় ৪৮টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত নর্থসাউথ রোড ও বংশাল এলাকার ১৫টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। মশার লার্ভা পাওয়ায় দুইটি স্থাপনাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ওয়াবদা কলোনি ও মুরাদপুর এলাকার ৫৬টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৪১ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩ ঘণ্টা আগে