নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাভুক্ত ফুটপাত ভাড়া ও বিক্রেতাদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে সিটি করপোরেশন ও রাজউককে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।
এ ছাড়া ঢাকার ফুটপাত বিক্রি ও ভাড়া দেওয়া বন্ধ সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রাজধানীর মূল ফুটপাত দখল করে যেন কোন স্থায়ী বা অস্থায়ী দোকান ও স্থাপনা আর বসতে না পারে সে জন্য ৭ দিনের মধ্যে কার্যকরী পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকার উত্তর ও দক্ষিণের ২ যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকার জেলা প্রশাসকসহ রাজধানীর ১৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ফুটপাত দখল করে রাখায় সাধারণ মানুষ মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এবং মাঝে মাঝেই হচ্ছে দুর্ঘটনা। ফুটপাত মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বলে সাধারণ মানুষ চরম ভোগান্তি শিকার হচ্ছে।
রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকার দুই মেয়র, রাজউক চেয়ারম্যান, দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, আইজিপি, ডিএমপি কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও রাজধানীর ১৫ থানার ওসিসহ মোট ২৯ জনকে।

ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাভুক্ত ফুটপাত ভাড়া ও বিক্রেতাদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে সিটি করপোরেশন ও রাজউককে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।
এ ছাড়া ঢাকার ফুটপাত বিক্রি ও ভাড়া দেওয়া বন্ধ সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রাজধানীর মূল ফুটপাত দখল করে যেন কোন স্থায়ী বা অস্থায়ী দোকান ও স্থাপনা আর বসতে না পারে সে জন্য ৭ দিনের মধ্যে কার্যকরী পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকার উত্তর ও দক্ষিণের ২ যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকার জেলা প্রশাসকসহ রাজধানীর ১৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ফুটপাত দখল করে রাখায় সাধারণ মানুষ মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এবং মাঝে মাঝেই হচ্ছে দুর্ঘটনা। ফুটপাত মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বলে সাধারণ মানুষ চরম ভোগান্তি শিকার হচ্ছে।
রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকার দুই মেয়র, রাজউক চেয়ারম্যান, দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, আইজিপি, ডিএমপি কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও রাজধানীর ১৫ থানার ওসিসহ মোট ২৯ জনকে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে