অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‘প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। তুমি কেমন আছ? আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। তোমার মা-বাবাকে আমার সালাম দিও। তোমার পড়াশোনা কেমন চলছে? অবশ্যই ভালো চলছে। পড়াশোনার পাশাপাশি তোমাকে নিয়মিত খেলাধুলাও করতে হবে।’ বলে প্রাথমিক বিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থীকে চিঠি পাঠিয়েছেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ।
আজ বুধবার দুপুরে দেওঘর ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সমাবেশে চিঠি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহাকারী শিক্ষক জয়নাল আবেদীন মোল্লাসহ শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
চিঠিতে আরও বলা হয়, ‘প্রতি সপ্তাহে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি নিশ্চয়ই অংশগ্রহণ কর। আমিও ছোটবেলায় তোমাদের মতো খেলাধুলায় অংশগ্রহণ করতাম। খুব মজা হতো তখন। সোনামণি তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। পড়াশোনা শেষ করে তুমি অনেক বড় হবে। ভাটির রানী অষ্টগ্রামের মুখ উজ্জ্বল করবে।’
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া হ্রাস, বিদ্যালয় উপস্থিতি বাড়ানো ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নিয়মিত নানা উদ্যোগ নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ। উপজেলার ৮ ইউনিয়নের ৮৪ প্রাথমিক বিদ্যালয় ও ১২ কিন্ডারগার্টেনের ২২ হাজার ১ জন শিক্ষার্থীকে এই গণ চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন পরামর্শমূলক চিঠির শেষাংশে ইউএনও লেখেন, ‘তোমার যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমার আনন্দের ভাগীদার হতে চাই। সুন্দর হোক তোমার জীবন। ভালো থেকো তুমি।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও মহোদয় অষ্টগ্রামে যোগদানের পর থেকে শিক্ষার সার্বিক উন্নয়ন ও সৃজনশীল বিকাশে নিরলস কাজ করছেন। শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ‘চিঠি’ প্রদানের মতো ব্যতিক্রমী আয়োজন প্রশংসনীয়।’

‘প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। তুমি কেমন আছ? আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। তোমার মা-বাবাকে আমার সালাম দিও। তোমার পড়াশোনা কেমন চলছে? অবশ্যই ভালো চলছে। পড়াশোনার পাশাপাশি তোমাকে নিয়মিত খেলাধুলাও করতে হবে।’ বলে প্রাথমিক বিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থীকে চিঠি পাঠিয়েছেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ।
আজ বুধবার দুপুরে দেওঘর ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সমাবেশে চিঠি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহাকারী শিক্ষক জয়নাল আবেদীন মোল্লাসহ শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
চিঠিতে আরও বলা হয়, ‘প্রতি সপ্তাহে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি নিশ্চয়ই অংশগ্রহণ কর। আমিও ছোটবেলায় তোমাদের মতো খেলাধুলায় অংশগ্রহণ করতাম। খুব মজা হতো তখন। সোনামণি তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। পড়াশোনা শেষ করে তুমি অনেক বড় হবে। ভাটির রানী অষ্টগ্রামের মুখ উজ্জ্বল করবে।’
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া হ্রাস, বিদ্যালয় উপস্থিতি বাড়ানো ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নিয়মিত নানা উদ্যোগ নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ। উপজেলার ৮ ইউনিয়নের ৮৪ প্রাথমিক বিদ্যালয় ও ১২ কিন্ডারগার্টেনের ২২ হাজার ১ জন শিক্ষার্থীকে এই গণ চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন পরামর্শমূলক চিঠির শেষাংশে ইউএনও লেখেন, ‘তোমার যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমার আনন্দের ভাগীদার হতে চাই। সুন্দর হোক তোমার জীবন। ভালো থেকো তুমি।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও মহোদয় অষ্টগ্রামে যোগদানের পর থেকে শিক্ষার সার্বিক উন্নয়ন ও সৃজনশীল বিকাশে নিরলস কাজ করছেন। শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ‘চিঠি’ প্রদানের মতো ব্যতিক্রমী আয়োজন প্রশংসনীয়।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
২২ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে