ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ঢাকঢোল পিটিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করলেন এক পুলিশ সদস্য। বিষয়টি জানার পর প্রশাসন থেকে নিষেধ করার পর বিয়ে সম্পন্ন করা হয়। বর পক্ষের দাবি, দুজনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে না করলে মেয়ে আত্মহত্যার করবে বলে হুমকি দিয়েছে। তাই দ্রুত এই বিয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবার (৩ মার্চ) ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গুরুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বর একই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের চন্ডিশ্বর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে শরিফুল ইসলাম। তিনি একজন পুলিশ সদস্য।
সরেজমিনে গিয়ে জানা যায়, যাদবপুর ইউনিয়নের গুরুগ্রাম দক্ষিণপাড়ার নুরুল ইসলামের মেয়ের সঙ্গে শুক্রবার (৩ মার্চ) বিয়ে সম্পন্ন হয়। এরপর পরের দিন শনিবার ছেলের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়।
অভিযোগ উঠেছে, ওই ইউনিয়নের ইউপি সদস্য আবদুল মান্নানের উপস্থিতিতেই এই বাল্যবিবাহ সম্পন্ন হয়। বিয়ের খবর শুনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লোক পাঠিয়ে দিয়ে ইউপি সদস্যকে বিয়ে বন্ধের জন্য বলেন। গত বৃহস্পতিবার (২ মার্চ) গায়েহলুদের দিন যাদবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম গিয়ে বিয়ে বন্ধের জন্য বলে আসেন। কিন্তু প্রশাসনের কথায় কর্ণপাত না করে গত শুক্রবার বিয়ের কাজ সম্পন্ন হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, ‘মেয়েটি নবম শ্রেণিতে লেখাপড়া করে। আর ছেলে-মেয়ে দুজনের সঙ্গেই কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। ওই ছেলের কাছে বিয়ে না দিলে মেয়ে আত্মহত্যা করার হুমকি দিয়েছে। আত্মহত্যার বিষয়টি আমি এসিল্যান্ড ম্যাডামকে বুঝিয়ে বলেছি। যাদবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাজহারুল ইসলাম এসেছিলেন। তাকেও বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। মেয়ের বিয়ের বয়স না হওয়াতে কোর্ট ম্যারেজ করানো হয়েছে।’
কনের বাবা বলেন, ‘ভালো ছেলে পেয়েছি তাই বিয়ে দিয়েছি।’ তবে তিনিও কোর্ট ম্যারেজের কথা বলেন।
বরের বড় ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমি জানি এটা বাল্যবিবাহ। কিন্তু দুজনের সম্পর্ক দীর্ঘদিনের। এখন কোনো অঘটন ঘটানোর আগেই বিয়ে দিয়ে দিলাম। আপনি এই কয় হাজার টাকা রাখেন, নিউজ করার দরকার নাই।’
পুলিশ সদস্য বর শরিফুল ইসলাম বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার তিন বছর ধরে প্রেমের সম্পর্ক। এখন বিয়ে না করলে মেয়ে আত্মহত্যা করবে বলে জানিয়েছে। তাই জেনেশুনেই কোর্ট ম্যারেজ করেছি। তবে কাবিন রেজিস্ট্রি করা হয়নি। স্থানীয় হুজুর দিয়ে বিয়ে পড়ানো হয়েছে।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার বলেন, ‘এখানে আমার করার কিছু নেই। তবে বিয়ে বন্ধ করতে আমি আমার স্টাফকে পাঠিয়েছিলাম।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, ‘আমি বাল্য বিয়ে দিতে নিষেধ করেছিলাম ইউপি সদস্য আবদুল মান্নানকে। কিন্তু বিয়ে হয়ে গেছে বিষয়টি আমি জানি না।’

ঢাকার ধামরাইয়ে ঢাকঢোল পিটিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করলেন এক পুলিশ সদস্য। বিষয়টি জানার পর প্রশাসন থেকে নিষেধ করার পর বিয়ে সম্পন্ন করা হয়। বর পক্ষের দাবি, দুজনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে না করলে মেয়ে আত্মহত্যার করবে বলে হুমকি দিয়েছে। তাই দ্রুত এই বিয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবার (৩ মার্চ) ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গুরুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বর একই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের চন্ডিশ্বর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে শরিফুল ইসলাম। তিনি একজন পুলিশ সদস্য।
সরেজমিনে গিয়ে জানা যায়, যাদবপুর ইউনিয়নের গুরুগ্রাম দক্ষিণপাড়ার নুরুল ইসলামের মেয়ের সঙ্গে শুক্রবার (৩ মার্চ) বিয়ে সম্পন্ন হয়। এরপর পরের দিন শনিবার ছেলের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়।
অভিযোগ উঠেছে, ওই ইউনিয়নের ইউপি সদস্য আবদুল মান্নানের উপস্থিতিতেই এই বাল্যবিবাহ সম্পন্ন হয়। বিয়ের খবর শুনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লোক পাঠিয়ে দিয়ে ইউপি সদস্যকে বিয়ে বন্ধের জন্য বলেন। গত বৃহস্পতিবার (২ মার্চ) গায়েহলুদের দিন যাদবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম গিয়ে বিয়ে বন্ধের জন্য বলে আসেন। কিন্তু প্রশাসনের কথায় কর্ণপাত না করে গত শুক্রবার বিয়ের কাজ সম্পন্ন হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, ‘মেয়েটি নবম শ্রেণিতে লেখাপড়া করে। আর ছেলে-মেয়ে দুজনের সঙ্গেই কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। ওই ছেলের কাছে বিয়ে না দিলে মেয়ে আত্মহত্যা করার হুমকি দিয়েছে। আত্মহত্যার বিষয়টি আমি এসিল্যান্ড ম্যাডামকে বুঝিয়ে বলেছি। যাদবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাজহারুল ইসলাম এসেছিলেন। তাকেও বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। মেয়ের বিয়ের বয়স না হওয়াতে কোর্ট ম্যারেজ করানো হয়েছে।’
কনের বাবা বলেন, ‘ভালো ছেলে পেয়েছি তাই বিয়ে দিয়েছি।’ তবে তিনিও কোর্ট ম্যারেজের কথা বলেন।
বরের বড় ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমি জানি এটা বাল্যবিবাহ। কিন্তু দুজনের সম্পর্ক দীর্ঘদিনের। এখন কোনো অঘটন ঘটানোর আগেই বিয়ে দিয়ে দিলাম। আপনি এই কয় হাজার টাকা রাখেন, নিউজ করার দরকার নাই।’
পুলিশ সদস্য বর শরিফুল ইসলাম বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার তিন বছর ধরে প্রেমের সম্পর্ক। এখন বিয়ে না করলে মেয়ে আত্মহত্যা করবে বলে জানিয়েছে। তাই জেনেশুনেই কোর্ট ম্যারেজ করেছি। তবে কাবিন রেজিস্ট্রি করা হয়নি। স্থানীয় হুজুর দিয়ে বিয়ে পড়ানো হয়েছে।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার বলেন, ‘এখানে আমার করার কিছু নেই। তবে বিয়ে বন্ধ করতে আমি আমার স্টাফকে পাঠিয়েছিলাম।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, ‘আমি বাল্য বিয়ে দিতে নিষেধ করেছিলাম ইউপি সদস্য আবদুল মান্নানকে। কিন্তু বিয়ে হয়ে গেছে বিষয়টি আমি জানি না।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১০ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২২ মিনিট আগে