কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বামনি নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিঘলটারি (মাঝিপাড়া হিজলি) গ্রামের বামনি নদী থেকে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী। উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী ও হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশুর নাম বেলাল (৮) ও রোকাইয়া আক্তার (৬)। তারা মামাতো-ফুপাতো দুই ভাই-বোন। বেলালের বাবার নাম মশিউর রহমান ও মায়ের নাম জরিনা বেগম। তারা মাঝিপাড়া হিজলি গ্রামের বাসিন্দা। রোকাইয়ার বাবার নাম রবিউল ইসলাম ও মায়ের নাম রাশেদা বেগম। বাড়ি রংপুরের তারাগঞ্জে। ঈদ উপলক্ষে দুই দিন আগে রোকাইয়া তার বড় ভাই রাসেলসহ (১৬) হাতিয়ায় তাদের মামা মশিউরের বাড়িতে বেড়াতে এসেছিল।
ইউপি সদস্য আমিনুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলালদের বাড়ি বামনি নদীর তীরে। ঈদের দিন দুপুরে বেলাল ও রোকাইয়া নদীর পাড়ে খেলা করতে করতে সবার অগোচরে নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে দুপুরের পর স্বজনেরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক সময় নদীর পাড়ে বেলাল ও রোকাইয়ার পোশাক দেখতে পায় স্বজনেরা। পরে নদীতে খোঁজাখুঁজির পর রোকাইয়ার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। এর কিছু পরে বেলালেরও মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল ঘুরে এসে উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘স্বজনেরা বলছেন বেলাল সাঁতার জানত। সে নিয়মিত নদীতে গোসল করত। সম্ভবত রোকাইয়া সাঁতার না জানায় সে গোসলে নেমে পানিতে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে বেলালও ডুবে যায়। পরে স্বজনেরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পারিবারিকভাবে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে যাওয়ার প্রস্তুতিকালে জানতে পারি শিশু দুটির মরদেহ উদ্ধার হয়েছে।’
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রূহুল আমিন বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বামনি নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিঘলটারি (মাঝিপাড়া হিজলি) গ্রামের বামনি নদী থেকে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী। উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী ও হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশুর নাম বেলাল (৮) ও রোকাইয়া আক্তার (৬)। তারা মামাতো-ফুপাতো দুই ভাই-বোন। বেলালের বাবার নাম মশিউর রহমান ও মায়ের নাম জরিনা বেগম। তারা মাঝিপাড়া হিজলি গ্রামের বাসিন্দা। রোকাইয়ার বাবার নাম রবিউল ইসলাম ও মায়ের নাম রাশেদা বেগম। বাড়ি রংপুরের তারাগঞ্জে। ঈদ উপলক্ষে দুই দিন আগে রোকাইয়া তার বড় ভাই রাসেলসহ (১৬) হাতিয়ায় তাদের মামা মশিউরের বাড়িতে বেড়াতে এসেছিল।
ইউপি সদস্য আমিনুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলালদের বাড়ি বামনি নদীর তীরে। ঈদের দিন দুপুরে বেলাল ও রোকাইয়া নদীর পাড়ে খেলা করতে করতে সবার অগোচরে নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে দুপুরের পর স্বজনেরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক সময় নদীর পাড়ে বেলাল ও রোকাইয়ার পোশাক দেখতে পায় স্বজনেরা। পরে নদীতে খোঁজাখুঁজির পর রোকাইয়ার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। এর কিছু পরে বেলালেরও মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল ঘুরে এসে উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘স্বজনেরা বলছেন বেলাল সাঁতার জানত। সে নিয়মিত নদীতে গোসল করত। সম্ভবত রোকাইয়া সাঁতার না জানায় সে গোসলে নেমে পানিতে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে বেলালও ডুবে যায়। পরে স্বজনেরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পারিবারিকভাবে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে যাওয়ার প্রস্তুতিকালে জানতে পারি শিশু দুটির মরদেহ উদ্ধার হয়েছে।’
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রূহুল আমিন বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৩৭ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩ ঘণ্টা আগে