নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও ঝিনাইদহ প্রতিনিধি

চিকিৎসার জন্য ভারতে গিয়ে বাবার নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ রোববার বিকেলে তিনি তাঁর বাবাকে খুঁজে পেতে ডিবির সহযোগিতা চেয়েছেন।
মুমতারিন ফেরদৌস নিজেই আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন। পরিবার ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এর আগে রোববার (১২ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ।
তিনি জানান, সেখানে গিয়ে কয়েক দিন যোগাযোগ স্বাভাবিক থাকলেও গত বৃহস্পতিবার বিকেল থেকে তার মোবাইল ফোন বা কোনো মাধ্যমেই সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়েও জানানো হয়েছে।
আব্দুর রউফ বলেন, ‘কয়েক দিন যাবৎ সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে ঢাকা ভারতীয় দূতাবাসে চিঠি দিয়েছেন তারা।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়ে আমরা জেনেছি। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। আমরা আসলে খবরটি শুনে উদ্বিগ্ন। তবে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।’

চিকিৎসার জন্য ভারতে গিয়ে বাবার নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ রোববার বিকেলে তিনি তাঁর বাবাকে খুঁজে পেতে ডিবির সহযোগিতা চেয়েছেন।
মুমতারিন ফেরদৌস নিজেই আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন। পরিবার ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এর আগে রোববার (১২ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ।
তিনি জানান, সেখানে গিয়ে কয়েক দিন যোগাযোগ স্বাভাবিক থাকলেও গত বৃহস্পতিবার বিকেল থেকে তার মোবাইল ফোন বা কোনো মাধ্যমেই সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়েও জানানো হয়েছে।
আব্দুর রউফ বলেন, ‘কয়েক দিন যাবৎ সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে ঢাকা ভারতীয় দূতাবাসে চিঠি দিয়েছেন তারা।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়ে আমরা জেনেছি। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। আমরা আসলে খবরটি শুনে উদ্বিগ্ন। তবে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে