নিজেস্ব প্রতিবেদক, ঢাকা

সুলতান’স ডাইনের কাচ্চিতে কুকুর বা বিড়ালের মাংস ব্যবহারের কোনো প্রমাণ পায়নি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি যে মোবাইল ফোন থেকে অভিযোগ দেওয়া হয়েছিল, তা-ও বন্ধ পাওয়া গেছে।
আজ সোমবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, সুলতান’স ডাইন রাজধানীর কাপ্তানবাজারের মা-বাবার দোয়া গোশত বিতান নামক ভেন্ডরের মাধ্যমে খাসির মাংস সংগ্রহ করে। কাপ্তানবাজারে খাসি জবাই করার সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি মাঝেমধ্যে উপস্থিত থাকেন। ভেন্ডর নিজ দায়িত্বে অভিযুক্ত প্রতিষ্ঠানে মাংস পৌঁছায়।
প্রতিবেদনে বলা হয়েছে, খাসি বাদে অন্য প্রাণীর মাংসের ব্যবহার সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান’স ডাইনকে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। এ ছাড়া যে ফোন নম্বর থেকে অভিযোগ দেওয়া হয়েছিল, তা-ও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘যিনি এই অভিযোগ করেছেন, যে মোবাইল নম্বর দেওয়া ছিল, তা বন্ধ পাওয়া গেছে। যদি এমন ঘটত তাহলে সে নিজে থেকেই অভিযোগ দিত, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিতাম। তখন ফুলবাড়িয়া পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা করা হতো। এর আগেও এমন হয়েছে। কিন্তু এমন অভিযোগ কেউ দেয়নি। কেউ বলে দিলে তো এভাবে হয় না যে, এটা অন্য প্রাণীর মাংস।’

সন্দেহজনক সরু হাড়ের ব্যাপারে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সুলতান’স ডাইন সাত থেকে নয় কেজি ওজনের খাসির মাংস ব্যবহার করে। খাসি আকারে ছোট হওয়ায় সব মাংসের হাড় চিকন হয়।
এ নিয়ে পরে বৈঠকে বসা হবে জানিয়ে ভোক্তা অধিকারের এ পরিচালক বলেন, ‘যাদের বড় প্রতিষ্ঠান আছে, তাঁরা কোথা থেকে মাংস আনেন—বৈঠকে সেটি নিয়ে আলোচনা করা হবে।’
প্রতিবেদনে বলা হয়, ৯ মার্চ বেলা ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান’স ডাইনের গুলশান-২ শাখায় সরেজমিন তদন্ত এবং ১৩ মার্চ অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে জিএম, এজিএম এবং ওই শাখার ম্যানেজার শুনানিতে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত বক্তব্য দিয়েছেন।

সুলতান’স ডাইনের কাচ্চিতে কুকুর বা বিড়ালের মাংস ব্যবহারের কোনো প্রমাণ পায়নি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি যে মোবাইল ফোন থেকে অভিযোগ দেওয়া হয়েছিল, তা-ও বন্ধ পাওয়া গেছে।
আজ সোমবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, সুলতান’স ডাইন রাজধানীর কাপ্তানবাজারের মা-বাবার দোয়া গোশত বিতান নামক ভেন্ডরের মাধ্যমে খাসির মাংস সংগ্রহ করে। কাপ্তানবাজারে খাসি জবাই করার সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি মাঝেমধ্যে উপস্থিত থাকেন। ভেন্ডর নিজ দায়িত্বে অভিযুক্ত প্রতিষ্ঠানে মাংস পৌঁছায়।
প্রতিবেদনে বলা হয়েছে, খাসি বাদে অন্য প্রাণীর মাংসের ব্যবহার সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান’স ডাইনকে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। এ ছাড়া যে ফোন নম্বর থেকে অভিযোগ দেওয়া হয়েছিল, তা-ও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘যিনি এই অভিযোগ করেছেন, যে মোবাইল নম্বর দেওয়া ছিল, তা বন্ধ পাওয়া গেছে। যদি এমন ঘটত তাহলে সে নিজে থেকেই অভিযোগ দিত, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিতাম। তখন ফুলবাড়িয়া পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা করা হতো। এর আগেও এমন হয়েছে। কিন্তু এমন অভিযোগ কেউ দেয়নি। কেউ বলে দিলে তো এভাবে হয় না যে, এটা অন্য প্রাণীর মাংস।’

সন্দেহজনক সরু হাড়ের ব্যাপারে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সুলতান’স ডাইন সাত থেকে নয় কেজি ওজনের খাসির মাংস ব্যবহার করে। খাসি আকারে ছোট হওয়ায় সব মাংসের হাড় চিকন হয়।
এ নিয়ে পরে বৈঠকে বসা হবে জানিয়ে ভোক্তা অধিকারের এ পরিচালক বলেন, ‘যাদের বড় প্রতিষ্ঠান আছে, তাঁরা কোথা থেকে মাংস আনেন—বৈঠকে সেটি নিয়ে আলোচনা করা হবে।’
প্রতিবেদনে বলা হয়, ৯ মার্চ বেলা ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান’স ডাইনের গুলশান-২ শাখায় সরেজমিন তদন্ত এবং ১৩ মার্চ অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে জিএম, এজিএম এবং ওই শাখার ম্যানেজার শুনানিতে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত বক্তব্য দিয়েছেন।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৬ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২৩ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে