Ajker Patrika

কামরাঙ্গীরচরে গুলিতে মাদক মামলার আসামি নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৪: ২৭
কামরাঙ্গীরচরে গুলিতে মাদক মামলার আসামি নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায় রমজান ওরফে পেটকাটা রমজান (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে কামরাঙ্গীরচরের মুসলিমনগর লবণ ফ্যাক্টরির ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। 

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা আনোয়ার জানান, সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে মুসলিমনগর ৭ নম্বর গলি এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে রমজান ঘটনাস্থলে মারা যান। রমজানের বুকের বাঁ পাশে ও ঘাড়ের পেছনে গুলির চিহ্ন আছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা জানা যায়নি। পুলিশ মাঠে কাজ করছে। রমজানের বিরুদ্ধেও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

নিহত রমজানের বাবার নাম মৃত আব্দুর রশিদ। রমজান মুসলিমনগর ৭ নম্বর গলিতে থাকতেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রমজান চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর থানা এলাকায় মাদকের কারবার করতেন। তাঁর নামে চকবাজার ও লালবাগে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত