ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ একজন লেডি মহিলা ফেরাউনের হাতে পড়েছিল। এই লেডি ফেরাউন তাঁর ক্ষমতার জন্য দেশের কয়েক লক্ষ মানুষকে খুন করেছেন। তিনি দেশের পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাহিনীকে ডেকে বলেছেন, “আমার জন্য পুলিশ তো অনেক কিছুই করছে। আপনারা করবেন না কেন?” আর কেউ তাঁকে সমর্থন করে নাই। এর মানে শেখ হাসিনা চাইছিলেন দেশের ১০ লাখ লোক মরে যাক।’
গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামের শহীদ রফিকুল ইসলামের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘অন্যের জন্য গর্ত খুঁড়লে যে সেই গর্তে নিজেকে পড়তে হয়, তার প্রমাণ শেখ হাসিনা। পিতার মতোই বাকশালি ও স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছিল। ফলে হাসিনার পতনে ভারত হতাশ হয়ে বাংলাদেশে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এ সময় ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত শহীদ রফিকসহ আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎসহ আর্থিক সহায়তা করা হয়।
আমরা বিএনপি পরিবারের সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ একজন লেডি মহিলা ফেরাউনের হাতে পড়েছিল। এই লেডি ফেরাউন তাঁর ক্ষমতার জন্য দেশের কয়েক লক্ষ মানুষকে খুন করেছেন। তিনি দেশের পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাহিনীকে ডেকে বলেছেন, “আমার জন্য পুলিশ তো অনেক কিছুই করছে। আপনারা করবেন না কেন?” আর কেউ তাঁকে সমর্থন করে নাই। এর মানে শেখ হাসিনা চাইছিলেন দেশের ১০ লাখ লোক মরে যাক।’
গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামের শহীদ রফিকুল ইসলামের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘অন্যের জন্য গর্ত খুঁড়লে যে সেই গর্তে নিজেকে পড়তে হয়, তার প্রমাণ শেখ হাসিনা। পিতার মতোই বাকশালি ও স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছিল। ফলে হাসিনার পতনে ভারত হতাশ হয়ে বাংলাদেশে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এ সময় ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত শহীদ রফিকসহ আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎসহ আর্থিক সহায়তা করা হয়।
আমরা বিএনপি পরিবারের সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে একাডেমিকবিষয়ক সভা ডেকেছেন আগামী রোববার। দায়িত্ব গ্রহণের তিন মাস পর নোটিশ দিয়ে এ ধরনের সভা ডাকলেন তিনি। কিন্তু ওই সভায় চেয়ারম্যানদের যেতে বারণ করেছেন উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরার একটি বাড়ির কেয়ারটেকার নিখোঁজ হয়েছেন। উত্তরা ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের মনিকা নামের ৪ নম্বর বাড়ির নিচতলার গ্যারেজে থাকতেন তিনি। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সেখানে তাঁকে পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা তাঁর বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে ও মেঝেতে রক্তের ছোপ দেখা গেছে।
১৭ মিনিট আগেগণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক, পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। অন্তত পা
৩৫ মিনিট আগেপাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রেলের জায়গা কৃষিজমি হিসেবে ইজারা নিয়ে শ্রেণি পরিবর্তন করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর সদর এলাকায় ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইন থেকে মাত্র ২০ গজ দূরে এই ভবন নির্মাণ চলছে।
৪১ মিনিট আগে