Ajker Patrika

অপারেশন ডেভিল হান্টে গোপালগঞ্জে গ্রেপ্তার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্টে গোপালগঞ্জে গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক (৩৭), সদর উপজেলার বনগ্রামের সোহরাব হোসেনের ছেলে হাফিজুর রহমান মোল্লা (৪৫), শহরের আরামবাগ এলাকার বাবুল শিকদারের দুই ছেলে নাঈমুর রহমান শাওন (২০) ও লিওন শিকদার (২১)। নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত