রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার নরসিংদী রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহতরা হলেন–সিলেটের কুমারপাড়া এলাকার আব্দুল্লাহ ওরফে সাব্বির (১৬), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরেপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে রাব্বি (১৫), মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশন এলাকার সিয়াম (১৪), ময়মনসিংহ বাসস্ট্যান্ড এলাকার আল আমিন (১২) ও সেলিম (২৫)।
নিহতরা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। মৃত্যুও সময় তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল। তাদের মধ্যে তিনজনেরই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল, দুজনের শরীর দ্বিখণ্ডিত ছিল। চারজনেরই হাত-পা বিচ্ছিন্ন ছিল।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মারা যাওয়ার আগে তারা ট্রেনের ছাদে বসে নেশা করে। পরে ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন অতিক্রম করার সময় একজন ছাদ থেকে পড়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়েই পাঁচজন একসঙ্গে নিচে পড়ে মারা গেছে।’
তিনি বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিহত পাঁচজন আখাউড়া থেকে গাঁজা খেয়ে ছাদে উঠে। নেশা জাতীয় ডেন্ডি পলিথিনের ভেতর ঢুকিয়ে নেশা করতে থাকে এবং সেলিম মদ খায়। তারা আখাউড়া থেকে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের বগির ছাদে উঠে নেশা করতে থাকে।
ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন পার হওয়ার সময় ছাদ থেকে তাদের একজন পড়ে যাচ্ছিল, এ সময় একজন তাকে টেনে তোলার চেষ্টা করে। কিন্তু সে টেনে না তুলতে পারায় সবাই তাকে বাঁচানোর চেষ্টা করার সময় ছাদ থেকে পাঁচজনই চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়ে মারা যায়।’
এর আগে ৮ জুলাই রায়পুরা মেথিকান্দা রেলস্টেশনের কাছে ১৫ গজের মধ্যে ছড়িয়ে–ছিটিয়ে থাকা পাঁচটি মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে তখন জনমনে রহস্যের সৃষ্টি হয়।
ঘটনার পর পরই রায়পুরা থানা–পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে নিহতদের নাম–পরিচয় শনাক্ত করতে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার, ভৈরব রেলওয়ে থানার ওসি, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) বিভিন্ন গোয়েন্দা সদস্যরা।

নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার নরসিংদী রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহতরা হলেন–সিলেটের কুমারপাড়া এলাকার আব্দুল্লাহ ওরফে সাব্বির (১৬), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরেপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে রাব্বি (১৫), মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশন এলাকার সিয়াম (১৪), ময়মনসিংহ বাসস্ট্যান্ড এলাকার আল আমিন (১২) ও সেলিম (২৫)।
নিহতরা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। মৃত্যুও সময় তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল। তাদের মধ্যে তিনজনেরই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল, দুজনের শরীর দ্বিখণ্ডিত ছিল। চারজনেরই হাত-পা বিচ্ছিন্ন ছিল।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মারা যাওয়ার আগে তারা ট্রেনের ছাদে বসে নেশা করে। পরে ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন অতিক্রম করার সময় একজন ছাদ থেকে পড়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়েই পাঁচজন একসঙ্গে নিচে পড়ে মারা গেছে।’
তিনি বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিহত পাঁচজন আখাউড়া থেকে গাঁজা খেয়ে ছাদে উঠে। নেশা জাতীয় ডেন্ডি পলিথিনের ভেতর ঢুকিয়ে নেশা করতে থাকে এবং সেলিম মদ খায়। তারা আখাউড়া থেকে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের বগির ছাদে উঠে নেশা করতে থাকে।
ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন পার হওয়ার সময় ছাদ থেকে তাদের একজন পড়ে যাচ্ছিল, এ সময় একজন তাকে টেনে তোলার চেষ্টা করে। কিন্তু সে টেনে না তুলতে পারায় সবাই তাকে বাঁচানোর চেষ্টা করার সময় ছাদ থেকে পাঁচজনই চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়ে মারা যায়।’
এর আগে ৮ জুলাই রায়পুরা মেথিকান্দা রেলস্টেশনের কাছে ১৫ গজের মধ্যে ছড়িয়ে–ছিটিয়ে থাকা পাঁচটি মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে তখন জনমনে রহস্যের সৃষ্টি হয়।
ঘটনার পর পরই রায়পুরা থানা–পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে নিহতদের নাম–পরিচয় শনাক্ত করতে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার, ভৈরব রেলওয়ে থানার ওসি, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) বিভিন্ন গোয়েন্দা সদস্যরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে