Ajker Patrika

তিন দিনের মধ্যে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করে দিতে পারব: উপদেষ্টা নাহিদ

জবি প্রতিনিধি 
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৭: ৪০
তিন দিনের মধ্যে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করে দিতে পারব: উপদেষ্টা নাহিদ
সচিবালয়ের সামনে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

পাঁচ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ইউজিসির পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করা ও ঠিকাদারের বিষয়সহ যেসব দাবি রয়েছে, সব আমরা পূরণ করব।

তিন দিনের মধ্যে হয়তো হল করে দিতে পারব না, কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব হস্তান্তর করতে পারব।’

আজ সোমবার পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম ও উপদেষ্টা নাহিদ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

তখন নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইবোনেরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাঁরা শহীদও হয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির জন্য রাজপথে নামতে হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। আমি জানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী রকম দুর্দশা। কারণ, আমার পরিবারের একজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে ইতিমধ্যে একনেকে আলোচনা হয়েছে।’

প্রফেসর আমিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আজকেই দায়িত্ব পেয়েছি। তোমাদের যে দাবিগুলো, সেগুলো আমি দেখব এবং বিবেচনা করব। তোমাদের উপাচার্যের সঙ্গে আমি কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত