সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।
আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আশুলিয়া এনভয় গার্মেন্টসের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৮) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার কারখানার অপারেটর হৃদয় মিয়া (৩৫)। এতে আহত হয়েছেন বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)। কারখানা ছুটি হওয়ার পর বাসায় ফিরছিলেন তাঁরা।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা ভালোর দিকে। চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি ও পাশের নালার পানি একাকার হয়। লেগুনাটির চাকা নালায় পড়ে উল্টে যায়। লেগুনার যাত্রীরা ড্রেনের পানিতে ডুবে যান। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে স্থানীয় লোকজন লেগুনা ও নালার পানি থেকে যাত্রীদের বের করে আনে। এ সময় কেউ কেউ বলে, লেগুনার যাত্রী একটি বাচ্চা নিখোঁজ। পরে পানিতে নেমে অভিযান চালায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, ‘আমরা শুনেছি, দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তবু আমরা খুঁজে দেখেছি। নালার পানি যেখানে পড়ে, সেখানকার স্ল্যাব উঠিয়ে দেখা হয়েছে। এমন কিছু পাওয়া যায়নি।’

সাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।
আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আশুলিয়া এনভয় গার্মেন্টসের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৮) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার কারখানার অপারেটর হৃদয় মিয়া (৩৫)। এতে আহত হয়েছেন বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)। কারখানা ছুটি হওয়ার পর বাসায় ফিরছিলেন তাঁরা।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা ভালোর দিকে। চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি ও পাশের নালার পানি একাকার হয়। লেগুনাটির চাকা নালায় পড়ে উল্টে যায়। লেগুনার যাত্রীরা ড্রেনের পানিতে ডুবে যান। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে স্থানীয় লোকজন লেগুনা ও নালার পানি থেকে যাত্রীদের বের করে আনে। এ সময় কেউ কেউ বলে, লেগুনার যাত্রী একটি বাচ্চা নিখোঁজ। পরে পানিতে নেমে অভিযান চালায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, ‘আমরা শুনেছি, দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তবু আমরা খুঁজে দেখেছি। নালার পানি যেখানে পড়ে, সেখানকার স্ল্যাব উঠিয়ে দেখা হয়েছে। এমন কিছু পাওয়া যায়নি।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে