সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।
আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আশুলিয়া এনভয় গার্মেন্টসের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৮) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার কারখানার অপারেটর হৃদয় মিয়া (৩৫)। এতে আহত হয়েছেন বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)। কারখানা ছুটি হওয়ার পর বাসায় ফিরছিলেন তাঁরা।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা ভালোর দিকে। চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি ও পাশের নালার পানি একাকার হয়। লেগুনাটির চাকা নালায় পড়ে উল্টে যায়। লেগুনার যাত্রীরা ড্রেনের পানিতে ডুবে যান। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে স্থানীয় লোকজন লেগুনা ও নালার পানি থেকে যাত্রীদের বের করে আনে। এ সময় কেউ কেউ বলে, লেগুনার যাত্রী একটি বাচ্চা নিখোঁজ। পরে পানিতে নেমে অভিযান চালায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, ‘আমরা শুনেছি, দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তবু আমরা খুঁজে দেখেছি। নালার পানি যেখানে পড়ে, সেখানকার স্ল্যাব উঠিয়ে দেখা হয়েছে। এমন কিছু পাওয়া যায়নি।’

সাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।
আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আশুলিয়া এনভয় গার্মেন্টসের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৮) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার কারখানার অপারেটর হৃদয় মিয়া (৩৫)। এতে আহত হয়েছেন বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)। কারখানা ছুটি হওয়ার পর বাসায় ফিরছিলেন তাঁরা।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা ভালোর দিকে। চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি ও পাশের নালার পানি একাকার হয়। লেগুনাটির চাকা নালায় পড়ে উল্টে যায়। লেগুনার যাত্রীরা ড্রেনের পানিতে ডুবে যান। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে স্থানীয় লোকজন লেগুনা ও নালার পানি থেকে যাত্রীদের বের করে আনে। এ সময় কেউ কেউ বলে, লেগুনার যাত্রী একটি বাচ্চা নিখোঁজ। পরে পানিতে নেমে অভিযান চালায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, ‘আমরা শুনেছি, দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তবু আমরা খুঁজে দেখেছি। নালার পানি যেখানে পড়ে, সেখানকার স্ল্যাব উঠিয়ে দেখা হয়েছে। এমন কিছু পাওয়া যায়নি।’

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে