Ajker Patrika

পুলিশের ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৩: ৫৪
পুলিশের ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ২ 

নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার পরিচয় দিয়ে নিলামে হাইয়েচ গাড়ি পাইয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ। 

আজ বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাভারের কর্ণপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মিন্টুর কাছ থেকে একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার চরিতাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে মাহাবুর রহমান ওরফে মিন্টু (২৭) এবং একই থানার মনমথ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক (৩৪)। তাঁরা দুজনই সাভারে ভাড়া বাসায় বসবাস করতেন। 

পুলিশ বলছে, টাকা আত্মসাতের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মিন্টু খেলনা পিস্তল ব্যবহার করে নিজেকে ডিবি পুলিশ হিসেবে পরিচয় দিতেন। রাজু খন্দকার (৩৪) নামে এক ব্যক্তির সঙ্গে এভাবে পরিচিত হয়ে তাঁকে নিলামের হাইয়েচ গাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন মিন্টু। পরে তাঁর কাছ থেকে ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। 

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘মিন্টু নিজের কাছে পিস্তল রাখতেন। সেই পিস্তল আবার মাঝে মাঝে বের করে দেখাতেন। আসলে সেটি বাচ্চাদের খেলনা পিস্তল। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেছেন। সাভার মডেল থানায় ভুক্তভোগী রাজু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত