নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন সময়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ নিয়ে আলোচনা যেমন আছে, তেমনি আছে সমালোচনা। কখনো ব্যক্তি, কখনো জোট, কখনো সংগঠন তাঁর সমালোচনা করছে। এবার তাঁর কর্মকাণ্ড থেকে দেশের ‘সংস্কৃতিকে’ বাঁচানোর দাবি তুলেছে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা নামের একটি সংগঠন।
হিরো আলমের হাত থেকে দেশের ‘সংস্কৃতি’ বাঁচানোর দাবি নিয়ে সংগঠনটি আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছে। এতে সংগঠনটির সভাপতি বিপ্লব শরীফ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাজলসহ কয়েকজন সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বিপ্লব শরীফ বলেন, ‘গান ও অভিনয়কে বিকৃতির ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে হিরো আলম সব থেকে এগিয়ে আছেন। এই হিরো আলমকে দেশের মানুষ প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে। আর সেই কারণে সে মানুষের আবেগ ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাঁর বিরুদ্ধে আরও নানা রকমের অভিযোগ রয়েছে। রবীন্দ্রসংগীত বিকৃতি করায় আমরা তাঁকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
আরিফুল ইসলাম কাজল বলেন, ‘হিরো আলম দেশের মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলেছে। তার এসব কর্মকাণ্ডে দেশের মানুষ চুপ থাকলেও, আমরা পারছি না বলেই আজকের এই আন্দোলনের ডাক দেওয়া। আমরা বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার মাধ্যমে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’
মানববন্ধনে অন্য বক্তারা বলেন, হিরো আলমের জন্য ভারতীয়রা এ দেশের সংস্কৃতিকে হেয় করে। তারা নানা ধরনের কথা বলে সংস্কৃতি নিয়ে। হিরো আলম কয়েক দিন আগে ‘আমারও পরানো যাহা চায়’ গানটি গেয়েছেন। শুধু তা-ই নয়, ওপার বাংলার কিংবদন্তি শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও কণ্ঠে তুলে বিতর্কের জন্ম দিয়েছেন হিরো আলম। এরপর বলিউড গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথের (কেকে) মৃত্যুর পর তাঁর জনপ্রিয় গান ‘জিন্দেগি দো পাল কি’ গেয়েও সমালোচিত হন তিনি। তাঁদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে হিরো আলম গোটা দেশের সংস্কৃতিকে অসম্মান করছেন।

বিভিন্ন সময়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ নিয়ে আলোচনা যেমন আছে, তেমনি আছে সমালোচনা। কখনো ব্যক্তি, কখনো জোট, কখনো সংগঠন তাঁর সমালোচনা করছে। এবার তাঁর কর্মকাণ্ড থেকে দেশের ‘সংস্কৃতিকে’ বাঁচানোর দাবি তুলেছে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা নামের একটি সংগঠন।
হিরো আলমের হাত থেকে দেশের ‘সংস্কৃতি’ বাঁচানোর দাবি নিয়ে সংগঠনটি আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছে। এতে সংগঠনটির সভাপতি বিপ্লব শরীফ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাজলসহ কয়েকজন সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বিপ্লব শরীফ বলেন, ‘গান ও অভিনয়কে বিকৃতির ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে হিরো আলম সব থেকে এগিয়ে আছেন। এই হিরো আলমকে দেশের মানুষ প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে। আর সেই কারণে সে মানুষের আবেগ ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাঁর বিরুদ্ধে আরও নানা রকমের অভিযোগ রয়েছে। রবীন্দ্রসংগীত বিকৃতি করায় আমরা তাঁকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
আরিফুল ইসলাম কাজল বলেন, ‘হিরো আলম দেশের মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলেছে। তার এসব কর্মকাণ্ডে দেশের মানুষ চুপ থাকলেও, আমরা পারছি না বলেই আজকের এই আন্দোলনের ডাক দেওয়া। আমরা বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার মাধ্যমে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’
মানববন্ধনে অন্য বক্তারা বলেন, হিরো আলমের জন্য ভারতীয়রা এ দেশের সংস্কৃতিকে হেয় করে। তারা নানা ধরনের কথা বলে সংস্কৃতি নিয়ে। হিরো আলম কয়েক দিন আগে ‘আমারও পরানো যাহা চায়’ গানটি গেয়েছেন। শুধু তা-ই নয়, ওপার বাংলার কিংবদন্তি শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও কণ্ঠে তুলে বিতর্কের জন্ম দিয়েছেন হিরো আলম। এরপর বলিউড গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথের (কেকে) মৃত্যুর পর তাঁর জনপ্রিয় গান ‘জিন্দেগি দো পাল কি’ গেয়েও সমালোচিত হন তিনি। তাঁদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে হিরো আলম গোটা দেশের সংস্কৃতিকে অসম্মান করছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪২ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪৪ মিনিট আগে