নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনকে ‘আইওয়াশ ও হাস্যকর’ মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ‘অ্যাজমা সমস্যার কথা জানার পরও কেন অপারেশন করা হলো? এখানে তো অবহেলা বোঝাই যাচ্ছে।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় আয়ানের বাবা আদালতে উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. পরিমল কুমার পালকে ডায়াসের সামনে ডাকেন আদালত। তাঁর কাছে মেডিকেল টার্মের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়। এ সময় আদালত বলেন, ‘গ্রামে এখনো ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) হচ্ছে। আর এত পরীক্ষার পরও আপনারা বুঝতে পারলেন না সমস্যা আছে? সুন্নতে খতনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও তো এত ওষুধ লাগে না।’
আইনজীবী শাহজাহান আকন্দ বলেন, যিনি অ্যানেসথেসিয়া দিয়েছেন, তিনি কেবল ডিপ্লোমা করা। ইউনাইটেড হাসপাতালে একজন সিনিয়র অ্যানেসথেসিওলজিস্টও ছিল না। এত জোরে শিশুটির সিপিআর করেছে, তাতে তার বুকের হাড় ভেঙে গেছে। আদালত বলেন, ‘প্রতিবেদনে যে মতামত দিয়েছেন, এটা একধরনের আইওয়াশ। ১৮ কোটি মানুষের দেশে যদিও অপ্রতুলতা আছে। তবে একটা ডিসিপ্লিনে আসা উচিত। আমরা সবকিছু দেখে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেব।’
এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর তিনি বলেন, ‘সুন্নতে খতনার জন্য “অতিরিক্ত অ্যানেসথেসিয়া” দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’

শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনকে ‘আইওয়াশ ও হাস্যকর’ মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ‘অ্যাজমা সমস্যার কথা জানার পরও কেন অপারেশন করা হলো? এখানে তো অবহেলা বোঝাই যাচ্ছে।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় আয়ানের বাবা আদালতে উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. পরিমল কুমার পালকে ডায়াসের সামনে ডাকেন আদালত। তাঁর কাছে মেডিকেল টার্মের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়। এ সময় আদালত বলেন, ‘গ্রামে এখনো ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) হচ্ছে। আর এত পরীক্ষার পরও আপনারা বুঝতে পারলেন না সমস্যা আছে? সুন্নতে খতনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও তো এত ওষুধ লাগে না।’
আইনজীবী শাহজাহান আকন্দ বলেন, যিনি অ্যানেসথেসিয়া দিয়েছেন, তিনি কেবল ডিপ্লোমা করা। ইউনাইটেড হাসপাতালে একজন সিনিয়র অ্যানেসথেসিওলজিস্টও ছিল না। এত জোরে শিশুটির সিপিআর করেছে, তাতে তার বুকের হাড় ভেঙে গেছে। আদালত বলেন, ‘প্রতিবেদনে যে মতামত দিয়েছেন, এটা একধরনের আইওয়াশ। ১৮ কোটি মানুষের দেশে যদিও অপ্রতুলতা আছে। তবে একটা ডিসিপ্লিনে আসা উচিত। আমরা সবকিছু দেখে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেব।’
এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর তিনি বলেন, ‘সুন্নতে খতনার জন্য “অতিরিক্ত অ্যানেসথেসিয়া” দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে