নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনকে ‘আইওয়াশ ও হাস্যকর’ মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ‘অ্যাজমা সমস্যার কথা জানার পরও কেন অপারেশন করা হলো? এখানে তো অবহেলা বোঝাই যাচ্ছে।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় আয়ানের বাবা আদালতে উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. পরিমল কুমার পালকে ডায়াসের সামনে ডাকেন আদালত। তাঁর কাছে মেডিকেল টার্মের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়। এ সময় আদালত বলেন, ‘গ্রামে এখনো ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) হচ্ছে। আর এত পরীক্ষার পরও আপনারা বুঝতে পারলেন না সমস্যা আছে? সুন্নতে খতনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও তো এত ওষুধ লাগে না।’
আইনজীবী শাহজাহান আকন্দ বলেন, যিনি অ্যানেসথেসিয়া দিয়েছেন, তিনি কেবল ডিপ্লোমা করা। ইউনাইটেড হাসপাতালে একজন সিনিয়র অ্যানেসথেসিওলজিস্টও ছিল না। এত জোরে শিশুটির সিপিআর করেছে, তাতে তার বুকের হাড় ভেঙে গেছে। আদালত বলেন, ‘প্রতিবেদনে যে মতামত দিয়েছেন, এটা একধরনের আইওয়াশ। ১৮ কোটি মানুষের দেশে যদিও অপ্রতুলতা আছে। তবে একটা ডিসিপ্লিনে আসা উচিত। আমরা সবকিছু দেখে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেব।’
এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর তিনি বলেন, ‘সুন্নতে খতনার জন্য “অতিরিক্ত অ্যানেসথেসিয়া” দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’

শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনকে ‘আইওয়াশ ও হাস্যকর’ মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ‘অ্যাজমা সমস্যার কথা জানার পরও কেন অপারেশন করা হলো? এখানে তো অবহেলা বোঝাই যাচ্ছে।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় আয়ানের বাবা আদালতে উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. পরিমল কুমার পালকে ডায়াসের সামনে ডাকেন আদালত। তাঁর কাছে মেডিকেল টার্মের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়। এ সময় আদালত বলেন, ‘গ্রামে এখনো ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) হচ্ছে। আর এত পরীক্ষার পরও আপনারা বুঝতে পারলেন না সমস্যা আছে? সুন্নতে খতনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও তো এত ওষুধ লাগে না।’
আইনজীবী শাহজাহান আকন্দ বলেন, যিনি অ্যানেসথেসিয়া দিয়েছেন, তিনি কেবল ডিপ্লোমা করা। ইউনাইটেড হাসপাতালে একজন সিনিয়র অ্যানেসথেসিওলজিস্টও ছিল না। এত জোরে শিশুটির সিপিআর করেছে, তাতে তার বুকের হাড় ভেঙে গেছে। আদালত বলেন, ‘প্রতিবেদনে যে মতামত দিয়েছেন, এটা একধরনের আইওয়াশ। ১৮ কোটি মানুষের দেশে যদিও অপ্রতুলতা আছে। তবে একটা ডিসিপ্লিনে আসা উচিত। আমরা সবকিছু দেখে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেব।’
এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর তিনি বলেন, ‘সুন্নতে খতনার জন্য “অতিরিক্ত অ্যানেসথেসিয়া” দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে