নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনকে ‘আইওয়াশ ও হাস্যকর’ মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ‘অ্যাজমা সমস্যার কথা জানার পরও কেন অপারেশন করা হলো? এখানে তো অবহেলা বোঝাই যাচ্ছে।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় আয়ানের বাবা আদালতে উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. পরিমল কুমার পালকে ডায়াসের সামনে ডাকেন আদালত। তাঁর কাছে মেডিকেল টার্মের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়। এ সময় আদালত বলেন, ‘গ্রামে এখনো ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) হচ্ছে। আর এত পরীক্ষার পরও আপনারা বুঝতে পারলেন না সমস্যা আছে? সুন্নতে খতনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও তো এত ওষুধ লাগে না।’
আইনজীবী শাহজাহান আকন্দ বলেন, যিনি অ্যানেসথেসিয়া দিয়েছেন, তিনি কেবল ডিপ্লোমা করা। ইউনাইটেড হাসপাতালে একজন সিনিয়র অ্যানেসথেসিওলজিস্টও ছিল না। এত জোরে শিশুটির সিপিআর করেছে, তাতে তার বুকের হাড় ভেঙে গেছে। আদালত বলেন, ‘প্রতিবেদনে যে মতামত দিয়েছেন, এটা একধরনের আইওয়াশ। ১৮ কোটি মানুষের দেশে যদিও অপ্রতুলতা আছে। তবে একটা ডিসিপ্লিনে আসা উচিত। আমরা সবকিছু দেখে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেব।’
এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর তিনি বলেন, ‘সুন্নতে খতনার জন্য “অতিরিক্ত অ্যানেসথেসিয়া” দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’

শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনকে ‘আইওয়াশ ও হাস্যকর’ মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ‘অ্যাজমা সমস্যার কথা জানার পরও কেন অপারেশন করা হলো? এখানে তো অবহেলা বোঝাই যাচ্ছে।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় আয়ানের বাবা আদালতে উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. পরিমল কুমার পালকে ডায়াসের সামনে ডাকেন আদালত। তাঁর কাছে মেডিকেল টার্মের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়। এ সময় আদালত বলেন, ‘গ্রামে এখনো ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) হচ্ছে। আর এত পরীক্ষার পরও আপনারা বুঝতে পারলেন না সমস্যা আছে? সুন্নতে খতনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও তো এত ওষুধ লাগে না।’
আইনজীবী শাহজাহান আকন্দ বলেন, যিনি অ্যানেসথেসিয়া দিয়েছেন, তিনি কেবল ডিপ্লোমা করা। ইউনাইটেড হাসপাতালে একজন সিনিয়র অ্যানেসথেসিওলজিস্টও ছিল না। এত জোরে শিশুটির সিপিআর করেছে, তাতে তার বুকের হাড় ভেঙে গেছে। আদালত বলেন, ‘প্রতিবেদনে যে মতামত দিয়েছেন, এটা একধরনের আইওয়াশ। ১৮ কোটি মানুষের দেশে যদিও অপ্রতুলতা আছে। তবে একটা ডিসিপ্লিনে আসা উচিত। আমরা সবকিছু দেখে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেব।’
এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর তিনি বলেন, ‘সুন্নতে খতনার জন্য “অতিরিক্ত অ্যানেসথেসিয়া” দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে