Ajker Patrika

হাজতখানার টয়লেটে মাথা ফেটে রক্তাক্ত সাবেক মন্ত্রী কামরুল: আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২৫, ১৬: ৪৫
হাজতখানার টয়লেটে মাথা ফেটে রক্তাক্ত সাবেক মন্ত্রী কামরুল: আইনজীবী
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানান তাঁর আইনজীবী নাসিম মাহমুদ।

আইনজীবী বলেন, আজ সকালে দুদকের একটি মামলায় হাজিরা দিতে কামরুল ইসলামকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখানে হাজতখানার টয়লেটে গেলে মাথা ঘুরে পড়ে যান কামরুল। এ সময় তাঁর মাথার পেছনে কেটে যায়।

নাসিম মাহমুদ আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে সাবেক মন্ত্রীর মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পরে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়। এখন তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আইনজীবী বলেন, কামরুল ইসলাম বিভিন্ন রোগে আক্রান্ত। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত মন্ত্রী দিনদিন দুর্বল হয়ে পড়ছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জোবায়ের বিষয়টির সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৮ নভেম্বর উত্তরার একটি বাড়ি থেকে কামরুল ইসলামকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলা এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত